গতির সূত্রাবলীর ব্যবহার সংক্রান্ত
স্থিরাবস্থা একটি বাসকে 3ms-2 সমত্বরণে চলতে দেখে বাসটিকে ধরার উদ্দেশ্যে একজন লােক বাসের পেছনে কিছুদূর থেকে 12 m/sec সমবেগে দৌড়াতে আরম্ভ করে। বাস থেকে লােকটি সর্বোচ্চ কত দূরে থাকলে বাসটিকে ধরতে পারবে?

ধরি, B বিন্দু থেকে বাসটি ত্বরণে সময়ে c বিন্দুতে পৌছায়। লোকটি A বিন্দু থেকে বেগে দৌড়িয়ে সময়ে c বিন্দুতে পৌছায়।
ও B এর দূরত্ব হলে,
এখন লোকটি বাসকে ধরতে হলে এর মান বাস্তব হতে হবে।
সুতরাং (i) নং সমীকরণের নিশ্চায়ক
(2)
সুতরাং লোকটি সর্ব্বেচ্চ 24 মি. দূর থেকে বাসকে ধরতে পারবে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
উদ্দীপক-১ : একখানা রেলগাড়ি A স্টেশন হতে ছেড়ে D স্টেশনে গিয়ে থামে। গাড়িখানা যাত্রাপথের প্রথম অংশ সমত্বরণে, শেষ CD অংশ সমমন্দনে এবং অবশিষ্ট BC অংশ সমবেগে চলে।
উদ্দীপক-২ : u বেগে এবং কোণে নিক্ষিপ্ত প্রক্ষেপকটির কোনো নির্দিষ্ট সময় অন্তে অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব x এবং উলম্ব উচ্চতা y l
মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু 5 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করে?
1 টি বস্তুকে 98ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?

উদ্দীপকের ক্ষেত্রে -
বস্তুকণাটির অতিক্রান্ত দূরত্ব 0 একক
বস্তুকণাটির ত্বরণ 1 একক
1 একক সময়ে বস্তুকণাটির অতিক্রান্ত দূরত্ব 4 একক
উপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক?