হাইড্রার গঠন
হাইড্রায় বিভিন্ন ধরনের কোষ রয়েছে। এদের মধ্যে ফ্ল্যাজেলীয় কোষ ও ইন্টারস্টিশিয়াল কোষ মুখ্য ভূমিকা পালন করে।
২য় ধরনের কোষের ক্ষেত্রে প্রযোজ্য-
i. অন্য কোষে রূপান্তরিত হয়
ii. মিউকাস ক্ষরণ করে
iii. বহিঃত্বক ও অন্তঃত্বক উভয় স্থানে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
• ২য় ধরনের কোষটি হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এ ধরনের কোষ প্রয়োজনে অন্য যে কোনো ধরনের কোষে পরিণত হয়, পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে সহায়তা করে। এটি বহিঃত্বক ও অন্তঃত্বক উভয় স্থানে পাওয়া যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই