অ্যান্টিবডি ও টিকা
হেপাটাইটিস B ভ্যাক্সিন কোন ধরণের ভ্যাক্সিন?
১. মৃত বা নিষ্ক্রিয় (Killed or Inactivated) : যেমন-ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও হেপাটাইটিস A, র্যাবিস প্রভৃতি ভ্যাক্সিন । (shortcut: ইকরির হাঁপানি)
২. শক্তি হ্রাস : মিজলজ (হাম), মাম্পস, পানিবসন্ত (চিকেন পক্স), টাইফয়েড প্রভৃতি রোগের ভ্যাক্সিন ।
৩. টক্সোয়ড :টিটেনাস (ধনুষ্টংার), ডিপথেরিয়া] প্রভৃতির ভ্যাক্সিন।(DT)
8. উপএকক বা সাবইউনিট : হেপাটাইটিস-B ভ্যাক্সিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাক্সিন প্রভৃতি ।
৫. অনুবন্ধী বা কনজুগেট:Haemophilus influenzae type-b, Hib ভ্যাক্সিন ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জন্মের পর বিভিন্ন রোগের টিকার জন্য যেমন আমাদের দেহে এক ধরনের অনাক্রম্যতার সৃষ্টি হয়; তেমনি জন্মের সময়ও আমাদের দেহে প্রাকৃতিকভাবে এক ধরনের অনাক্রম্যতা সৃষ্টি হয়।
বর্ণার বয়স ৫ বছর। তার কান ব্যথা ও কানে পুঁজ জমেছে।
ডাক্তারের শরণাপন্ন হলে তিনি বললেন, "এটি অনুজীব ঘটিত রোগ কিন্তু সংক্রামক নয় । "
★বর্ণার রোগটি প্রতিরোধে কী ব্যবস্থা নেয়া যেতে পারে?
i.ভ্যাকসিন নেয়া
ii.বায়ু দূষণ থেকে দূরে থাকা
iii.অ্যান্টিবায়োটিক ব্যবহার করা
নিচের কোনটি সঠিক?
শ্রেণিকক্ষে শিক্ষক বললেন আমাদের দেহে এক ধরনের বিশেষ প্রোটিন অণু তৈরি হয় যা আমাদের ইমিউন সিস্টেমকে সচল রাখে। যা জীবাণুর আক্রমণ হতে প্রতিরক্ষায় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরো বলেন যে, টিকাদান কর্মসূচীর কোন বিকল্প নেই একটি রোগমুক্ত দেশ গড়তে।
মানবদেহে কোন এন্টিবডি সবচেয়ে বেশি থাকে?