বুটেক্স ভর্তি পরীক্ষা
বুটেক্স সার্কুলার ২০২৪
বুটেক্স প্রশ্নব্যাংক

বুটেক্স ভর্তি পরীক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য ও বুটেক্স ভর্তি সার্কুলার ২০২৪

Author
26/01/2024Chorcha
a girl taking preparation for BUTEX Admission Test 2024

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে যা বুটেক্স নামে অধিক পরিচিত) বাংলাদেশের বস্ত্র প্রকৌশল শিক্ষায় দেশের প্রথম ও একমাত্র সরকারি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাস অবস্থিত। উৎপাদনকেন্দ্রিক গবেষণা ও শিল্পায়নমুখী পাঠদান প্রতিষ্ঠানটিকে বরাবরই অন্যান্যদের মাঝে আলাদা করে তুলে ধরে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আসনসংখ্যা বর্তমানে প্রায় ৬০০টি।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনুষদে নিম্নবর্ণিত বিভাগসমূহে ৪ (চার) বছর মেয়াদী বি. এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে লেভেল-১ এ ভর্তিচ্ছু প্রার্থীদের নিকট থেকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন আহ্বান করা যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বুটেক্স ক্যাম্পাস ও প্রধান ভবনবুটেক্স ক্যাম্পাস ছবি সূত্রঃ বুটেক্স অফিসিয়াল ওয়েবসাইট

বুটেক্সে পাঁচটি অনুষদের অধীনে ১০টি বিষয়ের ওপর “বি.এস.সি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং” কোর্স চালু রয়েছে, যা সর্বমোট ৮ সেমিস্টারে বিভক্ত৷ প্রতিবছর ৬ মাস অন্তর ২টি সেমিস্টার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এ চালু থাকা অনুষদ এবং অধীনস্থ বিভাগ সমূহের নাম নিম্নে উল্লেখ করা হলো :

বস্ত্র উৎপাদন প্রযুক্তি অনুষদ

  • তন্তুকৌশল বিভাগ

  • বুননকৌশল বিভাগ

বস্ত্র কেমিকৌশল অনুষদ

  • সীক্তকৌশল বিভাগ

  • ডাই ও কেমিকৌশল বিভাগ

  • পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ

ফ্যাশন ডিজাইন ও বয়নকৌশল অনুষদ

  • বয়নকৌশল বিভাগ

  • ফ্যাশন ডিজাইনিং বিভাগ

পোশাকশিল্প ব্যবস্থাপনা ও ব্যবসায় শিক্ষা অনুষদ

  • বস্ত্রকৌশল ব্যবস্থাপনা বিভাগ

  • শিল্পোৎপাদন প্রকৌশল বিভাগ

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ

  • বস্ত্রকৌশল যন্ত্রাদি নকশা ও প্রস্তুত বিভাগ

  • পদার্থবিজ্ঞান বিভাগ

  • রসায়ন বিভাগ

  • গণিত ও পরিসংখ্যান বিভাগ

  • মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ

বুটেক্স সার্কুলার ২০২৪

যাদের নিম্নোক্ত যোগ্যতা আছে, শুধু তারাই আবেদন করতে পারবে। এরপর আবেদনে যারা সিলেক্ট হবে তাদের কে নিয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। সেখানে উত্তীর্ণ দের কে মেধা তালিকায় প্রকাশ করবে। এরপর নির্দিষ্ট সময়ে সেখানে ভর্তি হতে হবে। ভর্তি পরীক্ষা আবেদন ও পরীক্ষার তারিখ এবং যোগ্যতা সম্পর্কে আলোচনা করা যাক

বুটেক্স ভর্তি তথ্য

  • আবেদনশুরুঃ

  • আবেদনের শেষঃ

  • মেধা তালিকা প্রকাশঃ  ২৫শে ফেব্রুয়ারি, ২০২৪

  • ভর্তির ওয়েবসাইটঃ

  • অ্যাডমিট কার্ড ডাউনলোডঃ

  • আবেদন ফিঃ

  • ভর্তি পরীক্ষাঃ

  • ২৮শে  জানুয়ারী, ২০২৪

  • ১৯শে  ফেব্রুয়ারি, ২০২৪

  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৪

  • butex.teletalk.com.bd

  • ২৬শে ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ, ২০২৪

  • ১০০০ টাকা

  •   ৮ই মার্চ, ২০২৪

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এ আবেদনের নূন্যতম যোগ্যতা

আবেদনকারীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড থেকে গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৫.০০ পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল/সমমানের পরীক্ষায় পাশ অথবা বিদেশী শিক্ষা বাের্ড থেকে সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেয়ে পাশ হতে হবে।

 ২০২৩ সালে অনুষ্ঠিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড হতে বিজ্ঞান বিভাগে এইচ. এস. সি কিংবা উহার সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৫.০০ সহ গনিত, পদার্থ, রসায়ন ও ইংরেজী বিষয়ে সর্বমােট কমপক্ষে ১৮.৫০ গ্রেড পয়েন্ট পেতে হবে।

বুটেক্স ভর্তি প্রস্তুতি ২০২৪

বুটেক্স ভর্তি পরীক্ষা মানবন্টন

সম্পূর্ণ লিখিতভাবে মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি প্রশ্নের মান হবে ২ এবং প্রশ্ন আসবে  ১০০ টি । প্রশ্নে কোনো অপশন থাকবে না অর্থাৎ প্রশ্নের ব্যাখ্যা ও অংক খাতায় করে দিতে হবে।

উল্লেখ্য যে, ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচী অনুযায়ী হবে।

পদার্থবিজ্ঞান

৬০

রসায়ন

৬০

গণিত

৬০

ইংরেজী

২০

মোট নম্বর

২০০

পরীক্ষার সময়

২ ঘন্টা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এ কি কি বিষয় আছে?

বুটেক্সে ৪ বছরের স্নাতক কোর্সে তুমি 10টি বিভাগে সহ 600টি আসন পেতে পারবে। বিভাগগুলির মধ্যে রয়েছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।


বুটেক্সে ইউনিট ও আসন সংখ্যা

ইউনিট

আসন সংখ্যা

(১) ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং

৮০

(২) ফেব্রিক ইঞ্জিনিয়ারিং

৮০

(৩) ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং

৮০

(৪)ডাইস এন্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং

৪০

(৫) এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং৬১০১১

৪০

(৬) এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং

৮০

(৭) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট

৮০

(৮) টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন

৪০

(৯) ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং

৪০

(১০) টেক্সটাইল মেশিনারী ডিজাইন এন্ড মেইনটেনেন্স

৪০

মোট আসন সংখ্যা

৬০০

বুটেক্সে আবেদন কীভাবে করবো?

ভর্তি পরীক্ষার আবেদনের জন্য একটি টেলিটক প্রিপেইড মােবাইল ফোনের মাধ্যমে ম্যাসেজ অপশনে গিয়ে BUT<স্পেস> HSC শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> HSC পরীক্ষার রােল নম্বর <স্পেস> HSC পাসের সাল <স্পেস> SSC শিক্ষা বাের্ডের নামের প্রথম তিনটি অক্ষর <স্পেস> SSC পরীক্ষার রােল নম্বর <স্পেস> SSC পাশের সাল লিখে 16222 নম্বরে SMS করতে হবে।

উদাহরণঃ BUT DHA 123456 2018 DHA 012345 2023 দিতে হবে।

উদাহরণটি ঢাকা বাের্ডের জন্য। এখানে 123456 এর জায়গায় HSC, 654321 এর জায়গায় SSC পরীক্ষার রােল নম্বর হবে।

উপরের SMS টি পাঠানাের পর সকল তথ্য সঠিক হলে ফিরতি SMS এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN নম্বর জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন 16222 নম্বরে আবেদনকারীকে আরেকটি SMS পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানাননার জন্য প্রথমে | BUT <স্পেস>YES<স্পেস>PIN নম্বর<স্পেস>আবেদনকারীর মােবাইল নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। এখানে মােবাইল নম্বরের জায়গায় আবেদনকারীর সাথে যােগাযােগের জন্য নিজে ব্যবহার করতে পারে এমন যে কোনাে অপারেটরের একটি মােবাইল নম্বর লিখতে হবে।

উদাহরণ – BUT YES 01234567 01(আপনার ফোন নম্বর)

চর্চার টিপসঃ

নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন শেষ করতে হবে। যাদের আবেদনের জন্য নূন্যতম যোগ্যতা নেই তারা কোনো ভাবেই আবেদন করতে পারবেন না। আবেদনের পর ভর্তি পরীক্ষার জন্য প্রবেশ পত্র সরবরাহ করবে। অনলাইনে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশ পত্র টি সংগ্রহ করতে প্রিন্ট করে নিবেন। এখানে বুটেক্স ভর্তি পরীক্ষার সার্কুলার টি বিস্তারিত শেয়ার করেছি। আবেদনের পূর্বে নিয়োগ টি দেখেনিবেন।

এছাড়াও বুটেক্সের অধীনে ৭টি বস্ত্রকৌশল মহাবিদ্যালয় (কলেজ) রয়েছে যেগুলো চার বছর মেয়াদি বি.এস.সি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করে থাকে। প্রতিটি কলেজের শিক্ষা কার্যক্রম বুটেক্সের সিলেবাস অনুযায়ী পরিচালিত হয় এবং পাশের সনদপত্র বুটেক্স কর্তৃক প্রদান করা হয়। কলেজগুলো সম্পূর্ণরূপে বুটেক্স নিয়ন্ত্রিত।


বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট ও কলেজসমূহঃ


বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টাঙ্গাইল
চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জোরারগঞ্জ
শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল
বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা
শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ
বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, নরসিংদী

 

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এ বিভিন্ন সংগঠনঃ

  • বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন), বুটেক্স শাখা

  • আর্টেক্স (বুটেক্স)

  • একাত্তর সাংস্কৃতিক সংঘ

  • ডিবেটিং ক্লাব (বুটেক্সডিসি)

  • ফিল্ম সোসাইটি

  • বুটেক্স সাংবাদিক সমিতি

  • প্রথম আলো বন্ধুসভা (বুটেক্স শাখা)

  • বুটেক্স বিজ্ঞান ক্লাব

  • ক্যারিয়ার ক্লাব (বিসিসি)

  • বিজনেস ক্লাব

  • সুহৃদ সমাবেশ

  • পথিক বুটেক্স

  • এক্স-ক্যা বুটেক্স

  • বাউলিয়ানা

  • ফটোগ্রাফি সংঘ

  • ইলেকট্রনিক্স ক্লাব

  • গেইমার্স মেইজ

  • তরু, বুটেক্স শাখা

  • বুটেক্স সাহিত্য সংসদ

  • রোবটিক্স ক্লাব

  • বুটেক্স স্পিনার্স ক্লাব

  • আইটি সোসাইটি

  • ক্যামিক্যাল ক্লাব

  • ভ্রমণকারী সংঘ

  • ফ্যাশনোভেশন

  • এনভায়রনমেন্টাল ক্লাব

  • ইয়ুথ এগেইন্স্ট হাঙ্গার

  • মুক্তিযুদ্ধ মঞ্চ, বুটেক্স শাখা

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এ থাকবো কোথায়?

শিক্ষার্থীদের আবাসনের জন্য বিশ্ববিদ্যালয়ে মোট ৪টি আবাসিক হল রয়েছে। ছেলেদের জন্য রয়েছে তিনটি হল এবং মেয়েদের জন্য একটি। “সুবাহান আলী হল” নামে নতুন আরো একটি হল তৈরির পরিকল্পনা সর্বশেষ হাতে নেওয়া হয়েছে

হলের নাম
বর্তমান প্রভোস্ট
আসনসংখ্যা

শহীদ আজিজ হল

অধ্যাপক মোহাম্মদ শরীফ আহমেদ

৬৪৫

জে এম এ জি ওসমানী হল

অধ্যাপক আশিকুর রহমান মজুমদার

৫৩৫

সৈয়দ নজরুল ইসলাম হল

অধ্যাপক আসওয়াদ আল হক সরকার

৩৬০

শেখ হাসিনা হল

অধ্যাপক তানুশ্রী রায়

৪৮৫

সুবাহান আলী হল

প্রস্তাবিত

প্রস্তাবিত

শেষ কথা- (তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ)

শিক্ষার্থীদের অবশ্যই উচিত ভর্তি পরীক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেয়া। এজন্য বিগত বছরের বুটেক্স এডমিশন প্রশ্নব্যাংক এর উপর সর্বোচ্চ প্র‍্যাক্টিস থাকা জরুরি। এরজন্য অন্যতম সেরা একটি মাধ্যম হতে পারে চর্চা অ্যাপ। বুটেক্স ভর্তি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক সকল শিক্ষার্থীকে অগ্রীম শুভকামনা জানাই।

সচরাচর জিজ্ঞাসা

Get it on Google PlayDownload on the app store

© 2024 Chorcha. All rights reserved.