অন্তঃক্ষরা গ্রন্থিসমূহের অবস্থান, নিঃসরণ ও ক্রিয়া
অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
হরমোন দেহের রাসায়নিক দূত (chemical messenger) হিসেবে সুপরিচিত । এর প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে-
১. এটি সাধারণত অন্তঃক্ষরাগ্রন্থি থেকে উৎপন্ন হয়ে থাকে ।
২. এটি প্রোটিনধর্মী জৈব যৌগ বিশেষ যা এক অঙ্গের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী কোন অঞ্চলের কোষসমূহের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে ।
৩. অধিকাংশ হরমোনই পানিতে দ্রবণীয় বলে রক্ত বা লসিকার মাধ্যমে দেহের বিভিন্ন স্থানে বাহিত হয় ।
৪. বিভিন্ন হরমোনের রাসায়নিক প্রকৃতিতে বৈচিত্র্য দেখা যায় । এরা প্রকৃতিতে প্রোটিন বা পেপটাইড বা স্টেরয়েড বা একটি বা দুটি অ্যামিনো এসিড ঘটিত জৈব পদার্থ ।
৫. হরমোন অত্যন্ত স্বল্পমাত্রায় কার্যক্ষম কিন্তু এই ক্রিয়ার কার্যকাল বহুদিন পর্যন্ত বজায় থাকে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
এপিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে?
সিনাপটিক নবে কোন আয়ন প্রবেশ করলে অ্যাসিটাইল কোলিনযুক্ত হয়ে সিনাপটিক ক্লেফট এ বেরিয়ে আসে?

শিক্ষক বললেন, মানুষের বৃক্কের ওপর অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থি ছাড়াও ADH নামক হরমোন বৃক্কের কাজে সহায়তা করে ।
উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিটি —-
i. দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে
ii. ভয়, আনন্দ ও শোক প্রকাশে ভূমিকা রাখে
iii. দেহরসের অভিস্রবণিক ঘনত্ব বজায় রাখে
নিচের কোনটি সঠিক?