বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও পর্যায়

উপরের চিত্রে-

  1. ফাংশনের লেখ সর্বদাই ১ম বা ২য় চতুর্ভাগে থাকবে 

  2. মুখ্যমান [0,π]

  3. ডোমেন [-1,1]

নিচের কোনটি সঠিক?

অসীম স্যার

চিত্র হতে, [0,π] [0, \pi] ব্যবধিতে cosx \cos x এর মান এক-এক। এ ব্যবধিতে cosx \cos x এর মান [1,1] [-1,1] এবং অনन্য সমাধান আছে। যদি g:[0,π][1,1] g:[0, \pi] \rightarrow[-1,1] যেখানে g(x)=cosx g(x)=\cos x হয় তাহলে g(x) g(x) এর বিপরীত ফাংশন

g1:[1,1][0,π] \mathrm{g}^{-1}:[-1,1] \rightarrow[0, \pi] যেখানে g1(x)=cos1x \mathrm{g}^{-1}(x)=\cos ^{-1} x

আবার, y=cos1xx=cosy y=\cos ^{-1} x \Leftrightarrow x=\cos y

সুতারাং cos1x \cos ^{-1} x এর মুখ্যমান [0,π] [0, \pi] ব্যবধিতে অবস্থিত এবং ফাংশনটির লেখ সর্বদাই ১ম বা 8র্থ চতুষ্কোণে থাকবে।

বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও পর্যায় টপিকের ওপরে পরীক্ষা দাও