অপবর্তন ও অপবর্তন গ্রেটিং

একটি ফ্রনহফার শ্রেণির একক চিড়ের অপবর্তন পরীক্ষার 6000 Å তরঙ্গ দৈর্ঘ্যের এক রশ্মি আলো ব্যবহার করা হল। চিড়টির বেধ 12×105 cm12\times10^{-5}\ cmহলে কেন্দ্রীয় চরম উজ্জ্বল পট্রির অর্ধকৌণিক পট্রির অর্ধকৌণিক বিস্তার বের কর। 

তপন স্যার,CUET 10-11

এখানে,

a=চিরদ্বয়ের দূরত্ব।

lambda=তরঙ্গদৈর্ঘ্য।

কেন্দ্রীয় চরমের জন্য (অপবর্তনে),

asinθ=λ˙2θ=sin1(6000×10102×12×107)=14.477515 \begin{array}{l}a \sin \theta=\frac{\dot{\lambda}}{2} \\ \therefore \theta=\sin ^{-1}\left(\frac{6000 \times 10^{-10}}{2 \times 12 \times 10^{-7}}\right)=14.4775^{\circ} \approx 15^{\circ}\end{array}

অপবর্তন ও অপবর্তন গ্রেটিং টপিকের ওপরে পরীক্ষা দাও