৩.১ ইলেকট্রন বিন্যাস এর ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ
একটি মৌলের পরমাণুর বহিঃস্তরের দুটি অরবিটালের ইলেকট্রন বিন্যাস হলো ..... 3d10 4s1 হলে পর্যায় সারণিতে মৌলটির অবস্থান কোনটি হবে?
পর্যায়-2 ও পর্যায়-3 -এর ক্ষেত্রে অর্থাৎ যে সকল মৌলের দুইটি ও তিনটি শক্তিস্তরে ইলেকট্রন বিন্যস্ত থাকে তাদের ক্ষেত্রে সর্ববহিঃস্থ শক্তিস্তরে 3টি ইলেকট্রন থাকলে তাদেরকে গ্রুপ–13 তে স্থান দেওয়া হয়েছে। কেননা পর্যায়-২ পর্যায়-3 –এর ক্ষেত্রে গ্রুপ-3 থেকে গ্রুপ–12 পর্যন্ত কোনো মৌল উপস্থিত নেই। তাহলে ২য় ও ৩য় পর্যায়ের কোনো মৌলের ক্ষেত্রে, যদি সর্ববহিঃস্থ শক্তিস্তরে দুটির বেশি ইলেকট্রন থাকে সেক্ষেত্রে সর্ববহিঃস্থ শক্তিস্তরে উপস্থিত ইলেকট্রন সংখ্যার সাথে দশ (10) যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করা সম্ভব। পর্যায়-4 থেকে পর্যায়—7 পর্যন্ত যে সকল মৌলের ইলেকট্রন d উপস্তরে প্রবেশ করে তাদের ক্ষেত্রে d উপতরে প্রবেশকৃত ইলেকট্রন এবং সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যার সমষ্টি তার গ্রুপ নির্দেশ করে। তবে পর্যায়-6 এবং পর্যায়—7 –এর যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন f উপস্তরে প্রবেশ করে তাদেরকে মূল পর্যায় সারণির নিচে পৃথকভাবে অবস্থান দেওয়া হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই