১.৫- মেজারিং সিলিন্ডার বুরেট, ফ্লাক্স,পিপেট
ওয়াশ বোতলের 15 cm লম্বা কাচনলের মাঝখানে কত ডিগ্রি কোণে বাঁকানো হয়?
আয়তনিক বিশ্লেষণে যে সমস্ত কাচের যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোকে ব্যবহারের পূর্বে অতি উত্তমরূপে প্রথমে ক্লিনিং মিশ্রণ (গাঢ় সালফিউরিক এসিডে এর সম্পৃক্ত দ্রবণ), পরে পানি এবং সবশেষে বিশুদ্ধ পানি দ্বারা ধৌত করা হয়। এ কাজের জন্য বিশুদ্ধ পানি একটি প্লাস্টিকের বোতলে নেয়া হয় । এর মুখে একটি রবার কর্ক লাগানো থাকে । রবার কর্কের একটি ফুটো দিয়ে একটি 45° কোণে বাঁকানো নল ভেতর প্রবেশ করানো থাকে। বর্তমানে প্লাস্টিক নির্মিত বিভিন্ন আকৃতির ধৌতকরণ বোতল পাওয়া যায় । এরূপ প্লাস্টিকের বোতলে পানি ভর্তি করে হাতে চাপ দিলে সরু নলের মুখ দিয়ে পানি বের হয়।
পিপেটের স্কেল কোন এককে দাগাঙ্কিত থাকে?
[X ও Y এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে ১১ ও ১৯]
একজন শিক্ষার্থী ল্যাবরেটরিতে টাইট্রেশন কাজের জন্য পিপেটের সাহায্যে মুখ দিয়ে HCl দ্রবণ টানার সময় মুখের মধ্যে কিছু দ্রবণ প্রবেশ করলে তা খেয়ে ফেলে।
পিপেটের সাহায্যে দ্রবণ নেয়ার ক্ষেত্রে বিকল্প কী ব্যবহার করতে পারতো?
টাইট্রেশনের জন্য একজন শিক্ষার্থী ব্যুরেটে H2SO4 দ্রবণ কনিকেল ফ্লাস্কে 10mL 0.1M Na2CO3 দ্রবণ নিল।
কনিক্যাল ফ্লাস্কে দ্রবণটি নেওয়ার জন্য কোন কাচ উপকরণ ব্যবহার করা সঠিক হবে?