১.৫- মেজারিং সিলিন্ডার বুরেট, ফ্লাক্স,পিপেট

ওয়াশ বোতলের 15 cm লম্বা কাচনলের মাঝখানে কত ডিগ্রি কোণে বাঁকানো হয়?

গুহ স্যার

আয়তনিক বিশ্লেষণে যে সমস্ত কাচের যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোকে ব্যবহারের পূর্বে অতি উত্তমরূপে প্রথমে ক্লিনিং মিশ্রণ (গাঢ় সালফিউরিক এসিডে K2Cr2O7K_2Cr_2O_7 এর সম্পৃক্ত দ্রবণ), পরে পানি এবং সবশেষে বিশুদ্ধ পানি দ্বারা ধৌত করা হয়। এ কাজের জন্য বিশুদ্ধ পানি একটি প্লাস্টিকের বোতলে নেয়া হয় । এর মুখে একটি রবার কর্ক লাগানো থাকে । রবার কর্কের একটি ফুটো দিয়ে একটি 45° কোণে বাঁকানো নল ভেতর প্রবেশ করানো থাকে। বর্তমানে প্লাস্টিক নির্মিত বিভিন্ন আকৃতির ধৌতকরণ বোতল পাওয়া যায় । এরূপ প্লাস্টিকের বোতলে পানি ভর্তি করে হাতে চাপ দিলে সরু নলের মুখ দিয়ে পানি বের হয়।

১.৫- মেজারিং সিলিন্ডার বুরেট, ফ্লাক্স,পিপেট টপিকের ওপরে পরীক্ষা দাও