লালসালু
'কোটরাগত নিমীলিত সে চোখে একটুও কম্পন নেই।'
উক্তিটিতে ফুটে উঠেছে-
• উক্তিটি যে চরিত্রের চোখের নিমীলিত অবস্থার কথা বলছে, সেটি আসলে তার মানসিক দৃঢ়তা বা অভ্যন্তরীণ শক্তির প্রতীক। এই অবস্থায় চোখ বন্ধ করে রাখা মানে হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা, নিজের সিদ্ধান্তে অবিচল থাকা এবং বাইরের জগৎ বা প্রলোভন থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখে নিজের লক্ষ্যে স্থির থাকা।এটি বিশেষত সমাজ বা জীবনের জটিল পরিস্থিতির মধ্যে এক শক্তিশালী ব্যক্তিত্বের উদাহরণ, যা কেবল মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাসের মাধ্যমে অর্জিত হয়।
"তোমার দিলে কি ময়লা আছে” - কার দিল?
'লালসালু' উপন্যাসে মাতব্বর হিসেবে উল্লেখ করা হয়েছে কাকে?
'লালসালু' উপন্যাসে মজিদ কার ভয়ে শঙ্কিত হয়?
খানপুরা গ্রামের মৌলবি সাহেব সকলের প্রিয় পাত্র। শুধু ধর্মীয় ব্যাপারে নয়, সবখানেই তার পদচারণা। অসুখবিসুখে ঝাড়ফুঁক, পানিপড়া এসবের পরিবর্তে তিনি সকলকে অভিজ ডাক্তারের শরণাপন্ন হতে পরামর্শ দেন।