লালসালু

'কোটরাগত নিমীলিত সে চোখে একটুও কম্পন নেই।'

উক্তিটিতে ফুটে উঠেছে-

ISCM 24

• উক্তিটি যে চরিত্রের চোখের নিমীলিত অবস্থার কথা বলছে, সেটি আসলে তার মানসিক দৃঢ়তা বা অভ্যন্তরীণ শক্তির প্রতীক। এই অবস্থায় চোখ বন্ধ করে রাখা মানে হলো নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা, নিজের সিদ্ধান্তে অবিচল থাকা এবং বাইরের জগৎ বা প্রলোভন থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখে নিজের লক্ষ্যে স্থির থাকা।এটি বিশেষত সমাজ বা জীবনের জটিল পরিস্থিতির মধ্যে এক শক্তিশালী ব্যক্তিত্বের উদাহরণ, যা কেবল মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাসের মাধ্যমে অর্জিত হয়।

লালসালু টপিকের ওপরে পরীক্ষা দাও