ক্ষমতা ও কর্মদক্ষতা
ক্ষমতার একক-
i.
ii. Watt
iii.
নিচের কোনটি সঠিক?
ক্ষমতার একক হল Nm/s। ক্ষমতা হল কাজের হার, এবং কাজ হল বল দ্বারা দূরত্বের গুণফল। সুতরাং, ক্ষমতা হল নিউটন-মিটার (Nm) দ্বারা সেকেন্ডের (s) গুণফল।
এছাড়াও P=w/t = J/s, ক্ষমতার একক watt
600 ওয়াটের একটি মোটর 100 সেকেন্ডে কী পরিমাণ কাজ করে?
1টি পানি ভর্তি কুয়ার গভীরতা 20 m এবং ব্যাস 1.5 m। এটিকে 50 মিনিটে পানিশূন্য করার লক্ষ্যে রবিন 0.05 HP ক্ষমতার একটি পাম্পকে কুয়ার উপর স্থাপন করে। কিন্তু 15 মিনিট পর সে লক্ষ্য করে তার প্রতিবেশির পানি প্রবাহের জন্য সমস্যার সম্মুখীন হচ্ছে। ঐ সময়ে কুয়ার এক দশমাংশ পানিশূন্য হয়। এজন্য সে 5 HP ক্ষমতার আরেকটি পাম্প কুয়ার শীর্ষ থেকে 40 m দূরত্বে অনুভূমিকের সাথে 30° কোণে যথাসময়ে কাজ শেষ করার জন্য স্থাপন করে।
একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 m ও ব্যাস 2 m. কুয়াটিকে পানিশূন্য করার জন্য 5 HP-এর একটি পাম্প লাগানো হলো। অর্ধেক পানি তোলার পর পাম্পটি নষ্ট হয়ে গেল। বাকি পানি তোলার জন্য একই ক্ষমতাসম্পন্ন আর একটি পাম্প লাগানো হলো।
4m ব্যাসবিশিষ্ট একটি পানিপূর্ণ কুয়ায় একটি পাম্প 5 kg পানিকে 20 m উচ্চতায় তুলে 10 বেগে নিক্ষেপ করে।
5HP ক্ষমতার অন্য একটি পাম্প পানিপূর্ণ কুয়াকে পানিশূন্য করে।