বাক্য প্রকরণ

(ক) একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণসহ বিশ্লেষণ কর।

অথবা,

(খ) বাক্যান্তর কর (যে কোনো পাঁচটি):

(i) কীর্তিমানের মৃত্যু নাই। (জটিল)

(ii) ছেলেটি অসুস্থতার জন্য অনুপস্থিত। (যৌগিক)

(iii) যারা পরিশ্রমী তারা সফল হয়। (সরল)

(iv) বিড়ালকে বুঝান দায় হইল। (নেতিবাচক)

(v) তারা নিয়মিত শিক্ষার্থী নয়। (অস্তিবাচক)

(vi) মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবাচক)

(vii) এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়সূচক)

(viii) দেশের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাবাচক)

SB 16

(ক) উত্তরঃ

(i) কীর্তিমানের মৃত্যু নাই। (জটিল)

উত্তর: যারা কীর্তিমান তাঁদের মৃত্যু নাই।

(ii) ছেলেটি অসুস্থতার জন্য অনুপস্থিত। (যৌগিক)

উত্তর: ছেলেটি অসুস্থ তাই অনুপস্থিত।

(iii) যারা পরিশ্রমী তারা সফল হয়। (সরল)

উত্তর: পরিশ্রমীরা সফল হয়।

(iv) বিড়ালকে বুঝান দায় হইল। (নেতিবাচক)

উত্তর: বিড়ালকে বুঝানো সহজ হইল না।

(v) তারা নিয়মিত শিক্ষার্থী নয়। (অস্তিবাচক)

উত্তর: তারা অনিয়মিত শিক্ষাথী ।

(vi) মানুষটা সমস্ত রাত খেতে পাবে না। (প্রশ্নবাচক)

উত্তর: মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি ?

(vii) এটি ভারি লজ্জার কথা। (বিস্ময়সূচক)

উত্তর: কী লজ্জার কথা এটি !

(viii) দেশের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাবাচক)

উত্তর: দেশের সেবা করো।

(খ) উত্তরঃ #

বাক্য প্রকরণ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

(ক) গঠন অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।

অথবা,

(খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি):

i) ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী। (জটিল)

ii) যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল)

iii) ওরা আগামীকাল আসবে। (প্রশ্নবাচক)

iv) তার নাম মজিদ। (জিজ্ঞাসাসূচক)

v) দশ মিনিট পর ট্রেন এলো। (যৌগিক)

vi) মাতৃভূমিকে সকলেই ভালোবাসে। (নেতিবাচক)

vii) আমরা নড়লাম না। (অস্তিবাচক)

viii) সদা সত্য বলা উচিত। (অনুজ্ঞা)

(ক) বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্যসমূহ উদাহরণসহ লেখ।

অথবা,

(খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি) :

ⅰ) অনুগ্রহ করে সব খুলে বলুন। (যৌগিক)

ii) ওকে চেনাই যায় না। (অস্তিবাচক)

iii) কীর্তিমানের মৃত্যু নেই। (জটিল)

iv) দশ মিনিট পর ট্রেন এলো। (যৌগিক)

v) বিপদে অধীর হতে নেই। (অনুজ্ঞাসূচক)

vi) মানুষ মরণশীল। (নেতিবাচক)

vii) যাদের বুদ্ধি নেই, তারাই এ কথা বিশ্বাস করবে। (সরল)

viii) লোকটি অত্যন্ত দরিদ্র। (বিস্ময়সূচক)

(ক) আবেগ শব্দ বলতে কী বোঝ? উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণিবিভাগ আলোচনা কর।

অথবা,

(খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি):

ⅰ) গাড়িটা বেশ জোরে চলছে।

ii) এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল

iii) যে পথ দেখায় সে থাকে এগিয়ে।

iv) মাগো মা! এমন রসিকতা কেউ করে।

v) অধিক ভোজন অনুচিত।

vi) আমি আগামীকাল ঢাকায় যাব।

vii) বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য।

viii) হে রাজন, এ ফুলহার তোমার জন্যে।

(ক). অর্থ অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উনারেলসহ আলোচনা কর।

অথবা,

(খ) নির্দেশ অনুযায়ী বাক্যান্তর কর (যে-কোনো পাঁচটি)।

(i) সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)

(ii)এখনই ডাক্তার ডাকা উচিত। (অনুজ্ঞাবাচক)

(iii) ফুল সকলেই ভালোবাসে। (প্রশ্নবাচক)

(iv) বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি। (ইচ্ছাসূচক)

(v) যে অন্ধ তাকে আলো দাও। (সরল)

(vi) বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে। (জটিল)

(vii) শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়। (নেতিবাচক)

(viii) শীতের পিঠা খেতে খুব মজা। (বিস্ময়সূচক)