৫ । বাক্যতত্ত্ব
(ক) গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি):
i) তোমার এরূপ ব্যবহার অনুচিত। (নেতিবাচক)
ii) নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্য নেই। (অস্তিবাচক)
iii) বিপদাপন্নকে সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাবাচক)
iv) দেশকে ভালোবেসে শত শহিদ জীবন উৎসর্গ করেছেন। (প্রশ্নবাচক)
v) সর্বদা তার মনে দুঃখ। (বিস্ময়বাচক)
vi) আমার কেনা বইটি খুব মূল্যবান। (জটিল)
vii) সে অনেক পরিশ্রম করে সাফল্য অর্জন করেছে। (যৌগিক)
viii) যে মিথ্যা বলে, সে বিপদে পড়ে। (সরল)
(ক) উত্তরঃ
বাক্য: এক বা একাধিক পদের (বিভক্তিযুক্ত শব্দ) সমন্বয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে বাক্য বলে। যেমন: বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।
এখানে ‘বাংলাদেশ', ‘একটি’, ‘স্বাধীন’, ‘সার্বভৌম', ‘রাষ্ট্র— এ পাঁচটি পদ মিলে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পেয়েছে। সুতরাং এটি একটি বাক্য। গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ: গঠন অনুসারে বাক্য তিন প্রকার । যথা:
ক. সরল বাক্য;
খ. জটিল বাক্য;
গ. যৌগিক বাক্য।
ক. সরল বাক্য: যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন: ছেলেটি দৌড়াচ্ছে । এখানে ‘ছেলেটি' উদ্দেশ্য এবং ‘দৌড়াচ্ছে' বিধেয়।
খ. জটিল বাক্য: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সঙ্গে এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য পরস্পর সাপেক্ষভাবে যুক্ত থাকে, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। যেমন: আশ্রিত খণ্ড বাক্য প্রধান খণ্ডবাক্য যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে।
গ. যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন: কঠোর পরিশ্রম করব তবুও ভিক্ষা করব না।
(খ) উত্তরঃ
i) তোমার এরূপ ব্যবহার অনুচিত। (নেতিবাচক)
উত্তর: তোমার এরূপ ব্যবহার উচিত নয়।
ii) নবাবের কাছে আমাদের পদমর্যাদার কোনো মূল্য নেই। (অস্তিবাচক)
উত্তর: নবাবের কাছে আমাদের পদমর্যাদা মূল্যহীন।
iii) বিপদাপন্নকে সেবা করা কর্তব্য। (অনুজ্ঞাবাচক)
উত্তর: বিপদাপন্নকে সেবা করো।
iv) দেশকে ভালোবেসে শত শহিদ জীবন উৎসর্গ করেছেন। (প্রশ্নবাচক)
উত্তর: দেশকে ভালোবেসে শত শহিদ কি জীবন উৎসর্গ করেননি ?
v) সর্বদা তার মনে দুঃখ। (বিস্ময়বাচক)
উত্তর: আহা! সর্বদা তার মনে কী দুঃখ ।
vi) আমার কেনা বইটি খুব মূল্যবান। (জটিল)
উত্তর: যে বইটি আমি কিনেছি সেটা খুব মূল্যবান।
vii) সে অনেক পরিশ্রম করে সাফল্য অর্জন করেছে। (যৌগিক)
উত্তর: পরিশ্রম করো এবং সাফল্য অর্জন করো।
viii) যে মিথ্যা বলে, সে বিপদে পড়ে। (সরল)
উত্তর: মিথ্যা বললে বিপদে পড়বে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) আবেগ শব্দ বলতে কী বোঝ? উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা,
(খ) বাক্য রূপান্তর কর (যেকোনো পাঁচটি):
ⅰ) গাড়িটা বেশ জোরে চলছে।
ii) এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল।
iii) যে পথ দেখায় সে থাকে এগিয়ে।
iv) মাগো মা! এমন রসিকতা কেউ করে।
v) অধিক ভোজন অনুচিত।
vi) আমি আগামীকাল ঢাকায় যাব।
vii) বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য।
viii) হে রাজন, এ ফুলহার তোমার জন্যে।
(ক). অর্থ অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
অথবা,
(খ) নির্দেশ অনুযায়ী বাক্যান্তর কর (যে-কোনো পাঁচটি)।
(i) সত্য কথা না বলে বিপদে পড়েছি। (যৌগিক)
(ii)এখনই ডাক্তার ডাকা উচিত। (অনুজ্ঞাবাচক)
(iii) ফুল সকলেই ভালোবাসে। (প্রশ্নবাচক)
(iv) বাংলাদেশের চিরস্থায়িত্ব কামনা করি। (ইচ্ছাসূচক)
(v) যে অন্ধ তাকে আলো দাও। (সরল)
(vi) বৃষ্টির অভাবে ফসল নষ্ট হবে। (জটিল)
(vii) শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়। (নেতিবাচক)
(viii) শীতের পিঠা খেতে খুব মজা। (বিস্ময়সূচক)