মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা (প্রথম,দ্বিতীয়, তৃতীয়)
জীবদেহ গঠনে প্রোটিনের ভূমিকা অপরিহার্য। আবার দেহের বিভিন্ন ক্রিয়া-বিক্রিয়া এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়।
উদ্দীপকের অপরিহার্য গঠনটির বিশেষ উপাদান ব্লাড ক্যান্সারের নিরাময়ে ব্যবহার হয় নিচের কোনটি?
ভাইরাস ও ক্যান্সার প্রতিরোধে : বিভিন্ন ধরনের ক্যান্সার এর কারণ হিসেবে ভাইরাস চিহ্নিত হয়েছে। ইন্টারফেরন নামক বিশেষ প্রোটিন ভাইরাস প্রতিরোধন হিসেবে ব্লাড ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়।
দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা-
নিচের কোনটি সঠিক?
আমাদের ত্বকের কার্যকরী স্তর কয়টি?
মানব্দেহের ২য় প্রতিরক্ষাস্তর কী দ্বারা নিয়ন্ত্রিত হয়?
আমাদের দেহ ত্বক দ্বারা আবৃত। ভৌত প্রতিবন্ধক হিসেবে এটি যেমন অন্যক্রম্যতায় অংশ গ্রহণ করে তেমনি লিম্ফোসাইট রস খাওনের মাধ্যমে অন্যক্রম্যতায় অংশ নেয়।