বিভিন্ন প্রজন্মের মোবাইল

তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের সুবিধাগুলো হচ্ছে—

i. আন্তর্জাতিক রোমিং ও ভিডিও কল

ii. ই-কমার্স ও মোবাইল ব্যাংকিং

iii. বিল্ট ইন ইন্টারনেট

নিচের কোনটি সঠিক?

তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য:

•GSM, EDGE, UMTS এবং CDMA 2000 স্ট্যান্ডার্ড প্রযুক্তির ব্যবহার।

• ডেটা ট্রান্সফার রেট সর্বোচ্চ প্রায় 2Mbps.

• প্যাকেট সুইচ পদ্ধতিতে ডেটা পারাপারে ব্যবহার করা হয়

• ডিজিটাল পদ্ধতিতে ভয়েস এবং ডেটা স্থানান্তর হয়।

• সিগন্যাল চারিদিকে সমানভাবে বিভক্ত হয়ে যায়।

• ভয়েস কল, মোবাইল টিভি ও ভিডিও কলের প্রচলন শুরু

• আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেট প্রচলন।

• উচ্চ গতির সিগন্যাল ফ্রিকোয়েন্সির মাধ্যমে দ্রুত ডেটা পারাপার।

• ল্যাপটপে মোবাইল মডেম বা ওয়্যারলেস মডেমের ব্যবহার।

• ভিডিও কনফারেন্স সুবিধা। Wi-Fi, Wi-MAX ও WAP প্রটোকলের ব্যবহার।

বিভিন্ন প্রজন্মের মোবাইল টপিকের ওপরে পরীক্ষা দাও