৫.২ অনুমোদিত প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণ

নিচের কোনটি প্রিজারভেটিভরূপে ব্যবহৃত হয়?

হাজারী এবং নাগ স্যার

সোডিয়াম বেনজোয়েট ও বেনজয়িক এসিড: সোডিয়াম বেনজোয়েট হলো বেনজয়িক এসিডের লবণ, এদের আণবিক সংকেত হলো C6H5COONa,C6H5COOH \mathrm{C}_{6} \mathrm{H}_{5} \mathrm{COONa}, \mathrm{C}_{6} \mathrm{H}_{5} \mathrm{COOH} ; সোডিয়াম বেনজোয়েট পানিতে দ্রবীভূত অবস্থায় বেনজয়িক এসিডে পরিণত হয়। তাই উভয়ের ব্যবহার একই ফলদায়ক। উভয় যৌগ অ্যান্টি মাইক্রোবায়েল (antimicrobial) অর্থাৎ বেনজয়িক এসিড বা এর লবণের সংস্পর্শে মাইক্রো অর্গানিজমস্ বা ক্ষতিকর জীবাণু মরে যায়।

৫.২ অনুমোদিত প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণ টপিকের ওপরে পরীক্ষা দাও