বাংলা ভাষার শব্দভান্ডার ও শব্দের শ্রেণিবিভাগ
নিচের কোন শব্দটি তদ্ভব শ্রেণীর?
• মূল সংস্কৃত কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারার প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সে সব শব্দকে তদ্ভব শব্দ বলে।
• তদ্ভব শব্দের অপর নাম খাঁটি বাংলা শব্দ, উদাহরণ- হাত, পা, চামার, চাঁদ, মা, ঘি, ভিটা, আকাশ, বাতাস, পুস্তক, বাতি, পয়লা, হালকা, পাতলা, গরু ইত্যাদি।