তড়িতশক্তি থেকে তাপ

পরিবাহীতে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উদ্ভুত তাপ প্রাথমিক তাপের কতগুণ ?

প্রথম সূত্র-তড়িৎপ্রবাহের সূত্র:

পরিবাহীর রোধ (R) এবং প্রবাহকাল (I) অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহের ফলে উদ্ভূত তাপ (H) প্রবাহের (I) বর্গের সমানুপাতিক হয়।

অর্থাৎ H∝I², যখন R ও t ধ্রুব।

এখন,

পরিবাহীতে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে ,I’=2I

উদ্ভুত তাপ:প্রাথমিক তাপ=H’:H=?

সুতরাং,

HH=I2I2=2II22\frac{H'}{H}=\frac{I’²}{I²}=\frac{2I}{I²}²

বা,H=4HH'=4H

পরিবাহীতে প্রবাহমাত্রা দ্বিগুণ করলে উদ্ভুত তাপ প্রাথমিক তাপের চার গুণ হবে।

তড়িতশক্তি থেকে তাপ টপিকের ওপরে পরীক্ষা দাও