পরিমিত ব্যবধান,চতুর্থক ব্যবধান ও গড় ব্যবধান

পরিমিত ব্যবধান ব্যবহৃত হয়—

  1. অনুমান যাচাইয়ে

  2. দুই বা ততোধিক নিবেশনের বিস্তারের তুলনায়

  3. কালীন সারি বিশ্লেষণে

নিচের কোনটি সঠিক?

অসীম স্যার

বিস্তার পরিমাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সঠিক পরিমাপক হচ্ছে পরিমিত ব্যবধান। উপাত্তের মানগুলি থেকে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে উপাত্তের মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে পরিমিত ব্যবধান বলে। পরিমিত ব্যবধানকে গ্রিক অক্ষর σ (সিগমা) বা SD দ্বারা প্রকাশ করা হয়।

পরিমিত রেখার মধ্যে অবস্থিত স্থানের ক্ষেত্রফল এক। ২. পরিমিত রেখাটি একটি সুষম রেখা। ৩. এই রেখার গড়, মধ্যমা ও প্রচুরকের মান সমান।

পরিমিত ব্যবধান,চতুর্থক ব্যবধান ও গড় ব্যবধান টপিকের ওপরে পরীক্ষা দাও