১.৪- পল বুঙ্গী, ডিজিটাল ব্যালান্স
পলবুঙ্গি নিক্তির লেভেল সঠিক করার জন্য ঘুরানো হয়-
সামনে ডান পাশের স্ক্রু
সামনে বাম পাশের স্ক্রু
পিছনে মাঝের স্ক্রু
নিচের কোনটি সঠিক?
ব্যবহার বিধি : (১) প্রথমত নিক্তিটি ভূমির সমান্তরাল অছে কীনা তা স্পির্রিট লেভেল বা দোলক দেখে জেনে নিতে হয়। যদি ভূমির সমান্তরাল না থাকে তখন স্পিরিট লেভেলের ভেতরের বুদৃবুদ্ মাঝখানে থাকবে না অথবা দোলকের সূচচালো মুখ ও স্তম্ভের সাথে যুক্ত সূঁচালো মুখ দুটি বরাবর থাকে না। তখন নিক্তিটিকে ভূমির সমান্তরাল করার প্রয়োজন হয়। এজন্য বেদীর সাথে যুক্ত এডজাস্টিং স্ক্রে ঘুরিয়ে এবং স্পিরিট লেডেল দেখে ব্যালেন্সের বেদীকে ভূমির সমান্তরাল করা হয়।
(২) দ্বিতীয়ত কাচের বক্সের সামনের গ্লাসটিকে ওপর দিকে তোলা হয়। নিক্তিটির স্থির অবস্থায় পাল্লায় কিছু আছে কীনা দেখে নিড় হয়। পাল্লা দুটি পরিষ্ষার থাকলে নিক্তির হ্যাল্ভেল ঘুরিয়ে মাঝখানের pointer কাঁটাটি মূল ক্কেলের 0 (শূন্য) দাগের উভয় দিকে সমান সংখ্যক দাগ অতিক্রম করে দোলে কীনা অথবা ব্যালেন্সটি স্থির হলে pointer স্কেলের 0 (শূন্য) দাগে স্থির থাকে কীনা দেখে নিতে হয়। যদি 0 (শূন্য) দাগে pointer স্থির হয়, তবে নিক্তিটি সমতা অবস্থায় আছে। কিন্তু সমতা অবস্থায় নিক্তি না থাকলে তখন তুলাদক্তের দু’পার্শ্বের ক্র ঘুরিয়ে নিক্তিটিকে সমতায় আনতে হয়। শেষে হ্যান্ডল ঘুরিয়ে নিক্তিটিকে স্থির (rest) অবস্থায় রাখা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একজন শিক্ষার্থী ল্যাবরেটরিতে আয়তনিক বিশ্লেষণের জন্য ব্যুরেটে অজানা মাত্রা HCl দ্রবণ নিয়ে একটি বিকারে 10 mL 0.05M Na2CO3 দ্রবণ নিয়েছিল।
বিকারে Na2CO3 দ্রবণ নিতে শিক্ষার্থীকে কোন গ্লাস সামগ্রি ব্যবহার করা সঠিক হবে?
রসায়ন ল্যাবে ব্যবহৃত আয়তন পরিমাপের সূক্ষতা কত?
সেমিমাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতিতে বিষাক্ত এর পরিবর্তে কী ব্যবহার করা হয়?
সার্টেরিয়াস ব্যালেন্সের মাঝখানে শুন্যদাগ, সর্বডানে 50, রাইডার ওজন 5mg রাইডার ধ্রুবকের মান কত ?