উচ্চস্তরের ভাষা
পাইথন কত সালে IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ ভাষা হিসেবে স্বীকৃতি পায়?
1991 সালে Gido van Rossum উদ্ভাবিত অবজেক্ট ওরিয়েন্টেড উচ্চতর প্রোগ্রামিং ভাষা হলো পাইথন। এটি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ভাষাগুলোর একটি এবং 2018 সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। পাইথনের বৈশিষ্ট্য হচ্ছে এর অত্যন্ত সহজ এবং পাঠযোগ্য সিনট্যাক্স। এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব অ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।
নিচের কোনটি OOP?
i. পাইথন
ii. সি++
iii. সি
কম্পিউটার সরাসরি বুঝতে পারে এমন একটি প্রোগ্রামিং ভাষা ব্যভহার করে লিমন একটি প্রোগ্রাম লিখল। মোসাদ্দেক আরেকটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করল যেটি কম্পিউটারের বোঝার জন্য অনুবাদের প্রয়োজন হয়।
ডিক্লারেটিভ প্রোগ্রামিং ভাষা বলা হয় কোনটিকে?
কত সালে পাইথন (Python) প্রোগ্রামিং ভাষা আবিষ্কার হয়?