উচ্চস্তরের ভাষা
নিচের কোনটি OOP?
i. পাইথন
ii. সি++
iii. সি
সকল প্রোগ্রামিং ভাষাই অবজেক্ট ওরিয়েন্টড প্রোগ্রামিং সমর্থন করে না। OOP প্রোগ্রামিং ভাষার উদাহরণ হলো C++, Java, C# ইত্যাদি। কোনো প্রোগ্রামিং ভাষাকে পরিপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা হতে হলে কমপক্ষে তিনটি বৈশিষ্ট্য থাকতে হয়।
পাইথন একটি মাল্টিপ্যারাডিজম প্রোগ্রামিং ভাষা যা একই সাথে অবজেক্ট ওরিয়েন্টেড ও স্ট্রাকচার্ড ফিচার সাপোর্ট করে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কম্পিউটার সরাসরি বুঝতে পারে এমন একটি প্রোগ্রামিং ভাষা ব্যভহার করে লিমন একটি প্রোগ্রাম লিখল। মোসাদ্দেক আরেকটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করল যেটি কম্পিউটারের বোঝার জন্য অনুবাদের প্রয়োজন হয়।
উচ্চস্তরের ভাষার সুবিধা হলো-
i. ভুল হবার সম্ভাবনা বেশি
ii. প্রোগ্রামটি যেকোনো কম্পিউটারে ব্যবহার করা যাবে
iii. প্রোগ্রাম আকারে অপেক্ষাকৃত ছোট
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি 4GL?
চতুর্থ প্রজন্মের ভাষা-
i. খুব উচ্চ স্তরের ভাষা
ii. মধ্য স্তরের ভাষা
iii. নিম্ন স্তরের ভাষা
নিচের কোনটি সঠিক?