আর্থোপ্রোডা, একাইনোডার্মাটা ও কর্ডাটা
পুকুরের পাশ দিয়ে হাঁটার সময় রফিক সাহেব তার ছেলে জিমিকেপুকুরের কিনারায় একটা শামুককে দেখিয়ে বললো, পুকুরের পানিতে বিদ্যমান আর ও একটি খোলসযুক্ত প্রাণী বাস করে যার দেহে মুক্তা সৃষ্টি হয়।
উদ্দীপক অনুসারে পর্বটির বৈশিষ্ট্য হলো
দেহ নরম ও অখণ্ডায়িত
ম্যান্টল নামক আবরণ বিদ্যমান
রেচন অঙ্গ শিখা কোষ
নিচের কোনটি সঠিক?
প্রশ্নে উল্লেখিত প্রাণীটি হল ঝিনুক যা মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত Bivalvia শ্রেনীর অন্তর্ভুক্ত।
মলাস্কা পর্বের বৈশিষ্ট্য হলো:
১)দেহ নরম মাংস ও অখণ্ডকারিত।
২)ম্যানটেল নামক পাতলা আবরণী দেহ আবৃত। ম্যান্টেল থেকে ক্ষরিত পদার্থের চুন্ময় খোলোক গঠিত। সাধারণত খোলকের মধ্যে প্রাণী অবস্থান করে।
৩) রেনাল গ্রন্থি অবস্থিত যা হৃদপিণ্ডের প্রাচীর থেকে ম্যানটেলের পর্দা পর্যন্ত বিস্তৃত।
শিখা কোষ → platyhelminthes পর্বের রেচন অঙ্গ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই