টিস্যুকালচার প্রযুক্তি
বীজ স্বল্পতা এবং বাঁশ গাছের কাণ্ডে মুকুলের অপর্যাপ্ততার কারণে জনাব রফিকুল বাঁশ গাছের কান্ড থেকে বীজের অভাব এবং অপর্যাপ্ত কুঁড়ির কারণে বাণিজ্যিকভাবে বাঁশের চারা উৎপাদন করতে পারে না। একজন উদ্ভিদ বিজ্ঞানীর পরামর্শ অনুযায়ী তিনি বাঁশের বীজ ও কুড়ি ছাড়াই বিশেষ প্রযুক্তি অনুসরণ করে বাঁশের চারা উৎপাদন শুরু করেন।
টিস্যু কালচারের জনক কে?
রিনির বাগানে একটি দুর্লভ প্রজাতির গাছ আছে যার অস্তিত্ব একটি এককোষী, প্রাককেন্দ্রিক জীব - এর আক্রমণে হুমকীর সম্মুখীন। তাই রিনি গবেষণাগারে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে উক্ত গাছ থেকে অসংখ্য চারা তৈরি করল।
উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ড. সুকুমার একটি বিশেষ প্রযুক্তিতে অর্কিডের কক্ষমুকুল থেকে অনেকগুলো চারা তৈরি করেন এবং ড. রুমি অপর একটি প্রযুক্তির সাহায্যে Bacillus thuringiensis নামক ব্যাকটেরিয়া থেকে জিন বেগুনের DNA তে সংযুক্ত করে Bt বেগুন তৈরি করেন।