ঐকতান

ভিক্ষালব্ধ ধনের মত কবি কি আহরণ করেন?

যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী

কুড়াইয়া আনি।

জ্ঞানের দীনতা এই আপনার মনে

পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে।

ঐকতান টপিকের ওপরে পরীক্ষা দাও