১.৪- পল বুঙ্গী, ডিজিটাল ব্যালান্স
রসায়ন ল্যাবে ব্যবহৃত আয়তন পরিমাপের সূক্ষতা কত?
পতন নিয়ন্ত্রণ করা হয়। ব্যুরেট সাধারণত 50 cm³ আয়তনের হয়ে থাকে। ব্যুরেটের গায়ে দাগাঙ্কিত করে 50টি ভাগে ভাগ করা থাকে। প্রতি ভাগের আয়তন 1cm³। প্রতি 1cm³ ভাগকে আবার 10টি ভাগে ভাগ করা থাকে। তাই একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন 0.1 cm³ হয়।
সার্টেরিয়াস ব্যালেন্সের মাঝখানে শুন্যদাগ, সর্বডানে 50, রাইডার ওজন 5mg রাইডার ধ্রুবকের মান কত ?
মাইক্রোবিশ্লষণ পদ্ধতিতে ব্যবহৃত নমুনার পরিমাণ কত?
ব্যুরেটের সাহায্য সর্বনিম্ন যে আয়তন পরিমান করা যায় -
নিচের কোনটি সঠিক?
অনিক 4-ডিজিট ব্যালেন্সে 1.0589g এবং তুলি 2- ডিজিট ব্যালেন্সে 1.62g নিয়ে পৃথকভাবে 100 ml. আয়তনমিতিক ফ্লাস্কে নিয়ে প্রয়োজনীয় পরিমাণ পানি মিশিয়ে দ্রবণ তৈরি করলো।