১.৩- ল্যাবরেটরি, যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার কৌশল, নিক্তি ও ব্যলেন্স
রাসায়নিক উপাদান ব্যবহারের পূর্বে লক্ষ্য রাখা উচিত -
উপাদানের মেয়াদ কত
দূর্ঘটনা মোকাবিলা করার মত প্রয়োজনীয় সুরক্ষা আছে কিনা
উৎকৃষ্ট মানের উপাদান নেওয়া হচ্ছে কিনা
নিচের কোনটি সঠিক?
রাসায়নিক দ্রব্য ব্যবহারের পূর্বে বোতলের লেভেল সঠিকভাবে দেখে নিশ্চিত হয়ে ব্যবহার করতে হবে। ব্যবহার শেষে ঐ রাসায়নিক দ্রব্যের বোতল যথাস্থানে রাখতে হবে। ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে একটি সুবিন্যস্ত নিয়ম অনুসরণ করা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে শ্রেণি শিক্ষকের ভূমিকা রয়েছে। শ্রেণি শিক্ষক রাসায়নিক দ্রব্যের প্রতিনিয়ত ব্যবহারে মাত্রা ও পরিমাণের ওপর ভিত্তি করে Material Safety Data Sheet বা MSDS তৈরি করেন । MSDS এর তালিকায় বা, ঐ রেকর্ড খাতায় প্রতিটি রাসায়নিক দ্রব্যের নাম, প্রয়োজনমতো সংকেত বা ফরমূলা, হ্যাজার্ড প্রতীক, রাসায়নিক দ্রব্যের পরিমাণ, সংরক্ষণের তারিখ, রাসায়নিক দ্রব্যের সম্ভাব্য বিপদসমূহ লিপিবদ্ধ করতে হবে। রাসায়নিক বস্তুর তালিকা বা রেকর্ড খাতায় নাম বিন্যাসের ক্ষেত্রে ইংরেজি নামের বর্ণমালা অনুসরণ না করে রাসায়নিক বস্তুর ধর্মকে গুরুত্ব দিয়ে সাজাতে হয় । এসিড, ক্ষার, জারক পদার্থ, বিজারক পদার্থ, দাহ্য পদার্থ ইত্যাদিকে পৃথকভাবে বিন্যাস করতে হয় । মূলকথা MSDS অনুসরণ করে রাসায়নিক দ্রব্য ল্যাবরেটরিতে সংরক্ষণ করতে হবে। কোনো বিকারক বা দ্রাবক নিয়ে কাজ করার পূর্বে বোতলের হ্যাজার্ড প্রতীক ভালোভাবে লক্ষ করতে হবে এবং নির্দিষ্ট সতর্কতার সাথে কাজ করলে ঝুঁকি এড়ানো সম্ভব। একই দ্রব্য আবার একাধিক গুণের অধিকারী।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের উক্তিগুলো ভালোমতো পড়ঃ
আয়তনমিতিক ফ্লাস্কের সাহায্যে প্রমাণ দ্রবণ প্রস্তুত করা যায়
পিপেট পরিষ্কার করতে ক্রোমিক এসিড ব্যবহার করা হয়
টাইট্রেশন করতে গোলতলি ফ্লাস্ক ব্যবহার করা হয়
নিচের কোনটি সঠিক?
কোনটি প্রাথমিক প্রমাণ পদার্থের বৈশিষ্ট্য নয়?
কোনটি ত্বক দ্বারা শোষিত হয় ?
একজন শিক্ষার্থী ল্যাবরেটরিতে আয়তনিক বিশ্লেষণের জন্য ব্যুরেটে অজানা মাত্রা HCl দ্রবণ নিয়ে একটি বিকারে 10 mL 0.05M Na2CO3 দ্রবণ নিয়েছিল।
উল্লেখিত আয়তনিক বিশ্লেষণের ক্ষেত্রে-
ব্যুরেটটিকে প্রথমে পানি ও পড়ে নমুনা HCl দ্বারা রিনস করতে হবে
বিকারের পরিবর্তে কনিক্যাল ফ্লাস্ক ব্যবহার করা শ্রেয়
ব্যবহৃত রাসায়নিক দ্রব্য ক্ষয়কারক
নিচের কোনটি সঠিক?