১.৩- ল্যাবরেটরি, যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার কৌশল

ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের ক্ষেত্রে-

  1. তীব্র জারক ও বিজারক পদার্থকে এক সাথে রাখা যাবে না 

  2. রিএজেন্ট বোতলগুলোকে MSDS পদ্ধতিতে সংরক্ষণ করা উচিত

  3. রাসায়নিক দ্রব্যকে প্লাস্টিকের বোতলে রাখা উচিত নয়

নিচের কোনটি সঠিক? 

হাজারী স্যার

ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের নিম্নোক্ত নীতিমালা সার্বজনীনভাবে অনুসৃত হয়।

-রাসায়নিক পদার্থসমূহের পাত্রসমূহ যথাযথভাবে স্থায়িভাবে যুক্ত লেবেল দ্বারা চিহ্নিত থাকতে হবে। এতে

রাসায়নিকের পূর্ণ নাম এবং সংশ্লিষ্ট ঝুঁকি সম্পর্কে লেখা থাকতে হবে ।

আদ্যাক্ষরের অনুক্রম হিসেবে রাসায়নিক পদার্থ সংরক্ষণ বাঞ্ছনীয় নয়। এর ফলে পরস্পর অসংগতিসম্পন্ন

রাসায়নিক পদার্থের অবস্থান পাশাপাশি হয়ে যেতে পারে, অথবা বৃহদাকার পাত্রগুলো শেলফের ওপরের তাকে

সংরক্ষিত হয়ে যেতে পারে। সংরক্ষণ বিন্যাস করতে হবে ঝুঁকির শ্রেণি হিসেবে এবং বৃহদাকার পাত্রগুলো যেন

শেলফের নিচে অবস্থান পায় ।

রাসায়নিক দ্রব্য সংরক্ষণের বেলায়, দ্রব্যের মধ্যে সংগতি রক্ষার জন্য সব সময় 'বস্তু নিরাপত্তা ডাটা শিট'

(Material Safety Data Sheet) বা MSDS অনুসারে নির্দেশনা মেনে চলতে হবে। এ MSDS-এ বিভিন্ন

রাসায়নিক বস্তুর নাম, এদের সতর্ক ব্যবহার, সম্ভাব্য ঝুঁকি ও নিরাপত্তা সতর্কতা উল্লেখ থাকে; [সারণি-১.২]

1 লিটারের অধিক দাহ্য দ্রাবকের পাত্রগুলোকে যথাযথ সংরক্ষণ ক্যাবিনেটে রাখতে হবে। দাহ্য এবং জারক

পদার্থগুলোকে পৃথকভাবে সংরক্ষণ করতে হবে ।

অদাহ্য এবং বিকারকের পাত্রগুলো পৃথক কেবিনেটে অথবা এজন্য নির্মিত শেলফে সংরক্ষণ করতে হবে। তীব্র

এসিড এবং ক্ষারকে পৃথকভাবে শেলফের নিচের তাকে সংরক্ষণ করতে হবে।

ওপরের শেলফের রাসায়নিক পদার্থের সংরক্ষণ ও ব্যবহারে যথোপযুক্ত মই ব্যবহার করতে হবে।

মেঝেতে কাচের পাত্রে সংরক্ষিত রাসায়নিক পদার্থকে রাখা কোনোভাবেই উচিত নয় ।

বেঞ্চের ওপরে অথবা ফিউম হুডে রাসায়নিক দ্রব্য রাখা বাঞ্ছনীয় নয়।

উচ্চ বিষাক্ত পদার্থকে বিশেষভাবে নির্মিত বিষ ক্যাবিনেটে তালাবদ্ধ অবস্থায় সংরক্ষণ করতে হবে।

রাসায়নিক পদার্থ সংরক্ষণের স্থানে কোনো ধরনের অসংগতিপূর্ণ পরিবেশ সৃষ্টির প্রতি (গন্ধ, তাপোৎপাদন,

মেঝেতে তরল পদার্থের নির্গমন) সজাগ দৃষ্টি রাখতে হবে।

বিস্ফোরক নিরোধক রেফ্রিজেরেটরে রক্ষিত রাসায়নিক পদার্থগুলোকে যথাযথভাবে লেবেল দিয়ে রাখতে হবে।

যেসব গ্যাস সিলিন্ডার ব্যবহৃত হচ্ছে, কেবলমাত্র সেগুলোকে শেকলবন্ধী করে যথাস্থানে রাখতে হবে। খালি বা

অব্যবহৃত সিলিন্ডারগুলোকে গ্যাস সিলিন্ডার সংরক্ষণাগারে পাঠিয়ে দিতে হবে।

তাপ এবং প্রত্যক্ষ সূর্যালোকের প্রভাব থেকে দাহ্য তরল পদার্থসমূহকে সংরক্ষণ করতে হবে।

১.৩- ল্যাবরেটরি, যন্ত্রপাতি ও গ্লাস সামগ্রী পরিষ্কার কৌশল টপিকের ওপরে পরীক্ষা দাও