৫.২ অনুমোদিত প্রিজারভেটিভস এর খাদ্য সংরক্ষণ
সাধারণ লবণ, সরবেট এবং সোডিয়াম নাইট্রেট তিনটি রাসায়নিক যৌগ। এগুলোর খাদ্য সংরক্ষণের সামর্থ রয়েছে। পানীয়তে সংরক্ষক ব্যবহৃত হয়।
গ্লাসিয়াল এসিটিক এসিড কী?
খাদ্য নিরাপত্তায় রসায়নের ভূমিকা কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত খাদ্য তালিকায় কোন সংরক্ষকটি ব্যবহারের জন্য অধিক সুবিধাজনক? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত সংরক্ষকের সাপেক্ষে সংরক্ষক নির্বাচনে বিষাক্ততার ভূমিকা মূল্যায়ন করো।
কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক?
কোনটি কৃত্রিম ফুড প্রিজারভেটিভ ?
কোনটি প্রাকৃতিক খাদ্য প্রিজারভেটিভ?
চর্বিযুক্ত খাদ্যকে সংরক্ষণে নিচের কোনটি ব্যবহৃত হয়?