৩.১ ইলেকট্রন বিন্যাস এর ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ

হাইড্রোজেন পরমাণুর জন্য নিচের বিক্রিয়াগুলাে দেয়া হলাে-

  1. i. H+H→H2

  2. ii. HCl→H++Cl-

  3. iii. H+e→H-

হাইড্রোজেন পরমাণুর উপরের কোন বিক্রিয়া / বিক্রিয়াসমূহ হ্যালােজেনের বিক্রিয়ার সদৃশ?

KUET 16-17

হ্যালোজেন অণু সাধারণত দুইটি পরমাণুর সংশ্লেষণ (যেমন: Cl + Cl → Cl2), ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন তৈরি (যেমন: Cl + e → Cl-), এবং অ্যাসিডে আয়নে বিচ্ছেদিত হওয়া (যেমন: HCl → H+ + Cl-) বিক্রিয়া বিশিষ্ট।

প্রদত্ত বিক্রিয়াগুলির মধ্যে:

  1. H + H → H2: এটি দুটি হাইড্রোজেন পরমাণুর সংশ্লেষণ, যা (i) এর মত হ্যালোজেন পরমাণুর সদৃশ।

  2. HCl → H+ + Cl-: এটি অ্যাসিডের আয়নে বিচ্ছেদ, যা (ii) এর মত হ্যালোজেনের সদৃশ।

  3. H + e → H-: এটি একটি ইলেকট্রন গ্রহণের প্রক্রিয়া, যা (iii) এর মত হ্যালোজেনের সদৃশ

সুতরাং, প্রদত্ত সমস্ত বিক্রিয়াই হ্যালোজেনের বিক্রিয়ার সদৃশ।

সঠিক উত্তরঃ i, ii, iii

৩.১ ইলেকট্রন বিন্যাস এর ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগ টপিকের ওপরে পরীক্ষা দাও