হাইড্রার গঠন
Cnidaria পর্বের এক প্রজাতির প্রাণী আছে যারা আত্মরক্ষার জন্য এক বিশেষ ধরনের কোষ ব্যবহার করে। আবার এই প্রাণীটির একটা অনন্য বৈশিষ্ট্য হলো তাদের দেহে শ্রমবন্টন বিদ্যমান।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
হাইড্রায় বিভিন্ন ধরনের কোষ রয়েছে। এদের মধ্যে ফ্ল্যাজেলীয় কোষ ও ইন্টারস্টিশিয়াল কোষ মুখ্য ভূমিকা পালন করে।
২য় ধরনের কোষের ক্ষেত্রে প্রযোজ্য-
i. অন্য কোষে রূপান্তরিত হয়
ii. মিউকাস ক্ষরণ করে
iii. বহিঃত্বক ও অন্তঃত্বক উভয় স্থানে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
রূপান্তরিত সিলিয়াম কোনটি?
উদ্দীপকের প্রাণীর B-অংশে কোন ধরনের কোষ বেশি পাওয়া যায়?
রাজু মিঠা পানিতে বসবাসকারী একটি প্রাণী সম্পর্কে জানল যার গ্রীক পুরানে বর্ণিত প্রাণীর মত পুনরুৎপত্তি ক্ষমতা রয়েছে। সে আরও জানল এসব প্রাণিদেহে বিশেষ কোষ রয়েছে যা খাদ্য গ্রহণ, আত্মরক্ষা ও চলনে সহায়তা করে।