৩.৬ জারণ বিজারণ বিক্রিয়া

IO3–  + 5I–  + 6H+ → 3I2 + 3H2O; বিক্রিয়াটিতে কোনটির জারণ ঘটেছে?

হাজারী এবং নাগ স্যার

2II2+2e (জারন) 2 I^{-} \longrightarrow I_{2}+2 e^{-}~ (জারন)

2IO3+10eI2 (বিজারন) \mathrm{2IO}_{3}^{-}+10 \mathrm{e}^{-} \longrightarrow \mathrm{I}_{2}~ (বিজারন)

বিক্রিয়া বিক্রিযক অংশের এ জারণ বিজারণ হয়।

এখানে বিক্রিয়াটিতে কোনটির জারণ ঘটেছে তা নির্ধারণ করতে হবে।

প্রদত্ত সমীকরণে: IO3 + 5I + 6H+ → 3I2 + 3H2O

IO3 -এর মধ্যে আয়োডিনের জারণ অবস্থাঃ +5

I -এর মধ্যে আয়োডিনের জারণ অবস্থাঃ -1

I2 -এর মধ্যে আয়োডিনের জারণ অবস্থাঃ 0

I থেকে I2 তে গেলে জারণ অবস্থার পরিবর্তন হয় -1 থেকে 0, যা জারণ নির্দেশ করে।

অতএব, বিক্রিয়াটিতে I -এর জারণ ঘটেছে।

সুতরাং, সঠিক উত্তর হবে I (অপশন B)।

৩.৬ জারণ বিজারণ বিক্রিয়া টপিকের ওপরে পরীক্ষা দাও