নেটওয়ার্কের ধারনা ও গুরুত্ব

Network Adapter  কী নামে পরিচিত -?

নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (Network Interface Card): কতগুলো কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য যে কার্ড ব্যবহৃত হয় তাকে NIC বা Network Interface Card বলে। একে আবার LAN কার্ডও বলে। মাদারবোর্ডের বিভিন্ন আকৃতির স্লটে এ কার্ডগুলো বসানো থাকে। এটি ডেটা ক্যাবল ও কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে। ডিজিটাল ডেটা সিগন্যালকে বিট আকারে ক্যাবলের মধ্য দিয়ে আদান-প্রদান করে। নেটওয়ার্ক ড্রাইভারের নিকট থেকে ডেটা গ্রহণ করে এবং নির্দেশাবলি পালন করে।

নেটওয়ার্কের ধারনা ও গুরুত্ব টপিকের ওপরে পরীক্ষা দাও