মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা (প্রথম,দ্বিতীয়, তৃতীয়)

'Q' চিহ্নিত পদার্থটি-
প্লাজমা কোষ হতে সৃষ্টি হয়
প্রতিরক্ষায় অংশগ্রহণ করে
পলিমার
নিচের কোনটি সঠিক?
'Q' চিহ্নিত পদার্থটি অ্যান্টিবডি।
i. প্লাজমা কোষ হতে সৃষ্টি হয় অ্যান্টিবডি (Antibody) মূলত প্লাজমা কোষ থেকে উৎপন্ন হয়। প্লাজমা কোষ হলো B-লিম্ফোসাইটের একটি সক্রিয় রূপ, যা অ্যান্টিবডি তৈরি করে।
ii. প্রতিরক্ষায় অংশগ্রহণ করে অ্যান্টিবডি মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার তৃতীয় স্তরে (Specific Immunity) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অ্যান্টিজেনকে শনাক্ত করে এবং নিষ্ক্রিয় করে।
iii. পলিমার অ্যান্টিবডি একটি প্রোটিন, এটি পলিমার নয়। যদিও প্রোটিন নিজেই অ্যামিনো অ্যাসিডের পলিমার, কিন্তু "অ্যান্টিবডি হলো পলিমার" বলা সঠিক নয় এই প্রসঙ্গে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জীবদেহ গঠনে প্রোটিনের ভূমিকা অপরিহার্য। আবার দেহের বিভিন্ন ক্রিয়া-বিক্রিয়া এনজাইম দ্বারা নিয়ন্ত্রিত হয়।
উদ্দীপকের অপরিহার্য গঠনটির বিশেষ উপাদান ব্লাড ক্যান্সারের নিরাময়ে ব্যবহার হয় নিচের কোনটি?
দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা-
নিচের কোনটি সঠিক?
আমাদের ত্বকের কার্যকরী স্তর কয়টি?
মানব্দেহের ২য় প্রতিরক্ষাস্তর কী দ্বারা নিয়ন্ত্রিত হয়?