সাম্যবাদী
আমার এ গানে পুনঃ সকল বন্ধন যেন ছিঁড়ে উড়ে বিশ্ব ছেড়ে যায় বিরাট মানবজাতি মিলে পুনরায়।
উক্ত দিকের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ-
•• উক্ত গানের মাধ্যমে মানবজাতির একতাবদ্ধতা এবং সকল বন্ধন ছিঁড়ে একটি নতুন, সমতাবাদী পৃথিবী গড়ার প্রত্যাশা প্রকাশ করা হচ্ছে। একইভাবে, চরণের মধ্যে "তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার" ধারণাটি মানবতার একতা ও সমতা প্রকাশ করে, যেখানে সব ধর্ম এবং সকল যুগের শিক্ষা একত্রিত হয়। এই চরণটি গানের মূল ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ, যা সকল ধর্ম এবং সকল মানুষের একত্রিত হওয়া এবং পৃথিবীকে নতুন করে গড়ার উদ্দেশ্যকে তুলে ধরে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
‘সাম্যবাদী কবিতায় 'জেন্দা' একটি-
একসাথে আছি একসাথে বাঁচি
আজও একসাথে থাকবই
সব বিভেদের রেখা মুছে দিয়ে
সাম্যের ছবি আঁকবই।
উদ্দীপকে 'সাম্যবাদী' কবিতার কোন দিক ফুটে উঠেছে?
সব লোকে কয় লালন কী জাত সংসারে?
- লালন কয়, জাতের কী রূপ, দেখলাম না এ নজরে।
কেউ মালা কেউ তসবি গলায়, তাইতো কী জাত ভিন্ন বলায়,
যাওয়ার কিংবা আসার বেলায়, জাতের চিহ্ন রয় কার রে।
বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর?
জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর।"