২.৫ বন্ধন বিভাজন, বিকারক, আলিফেটিক হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন
ইথিন ও ইথাইনের পার্থক্যকরণে ব্যবহৃত দ্রবণ—
i.
ii.
iii.
নিচের কোনটি সঠিক?
ইথিন ও ইথাইনের পার্থক্যকরণে ব্রোমিন দ্রবণ (Br₂ + CCl₄) ব্যবহৃত হয়। ইথিন এবং ইথাইন উভয়ই অসম্পৃক্ত হাইড্রোকার্বন হওয়ায় ব্রোমিন দ্রবণের লাল/কমলা বর্ণ দূর করে। তবে, ইথাইন (অ্যালকাইন) এর অ্যাসিডিক হাইড্রোজেন থাকায় এটি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট (টলেন্স বিকারক) এবং অ্যামোনিয়াকাল কিউপ্রাস ক্লোরাইড (ফেহলিং দ্রবণ) এর সাথে সাদা বা লাল অধঃক্ষেপ তৈরি করে, যা ইথিন (অ্যালকিন) করে না। এই পরীক্ষার মাধ্যমে ইথিন ও ইথাইনকে আলাদা করা যায়।
সুতরাং, সঠিক উত্তর হলো (iii) Br₂ + CCl₄।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই