৩।বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণি(৫)
(ক) ক্রিয়াপদ কাকে বলে? ক্রিয়াপদ কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ কর:
ⅰ) আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে।
ii) হে বন্ধু, বিদায়।
iii) দুঃখ বিনা সুখ লাভ হয় না।
iv) এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল।
v) ডাক্তার এসে দেখল যে রোগী মারা গেছে।
vi) গরিবকে সাহায্য করা উচিত।
vii) অপরকে একটুখানি সুখ দাও।
viii) বাড়িটি খাঁখাঁ করছে।
ক) উত্তরঃ
ধাতুর সঙ্গে বিভক্তির যুক্ত হয়ে যে পদ গঠিত হয়,তাকে ক্রিয়াপদ বলে।
ক্রিয়াপদ প্রথমত দুই প্রকার। যথা:
১. সমাপিকা ক্রিয়া
২. অসমাপিকা ক্রিয়া।
*সমাপিকা ক্রিয়া:
যে ক্রিয়া সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তাকে সমাপিকা ক্রিয়া বলে।সমাপিকা ক্রিয়াকে ইংরেজিতে Finite Verb বলে।যেমন: করিম স্কুলে যায়।
*অসমাপিকা ক্রিয়া:
যে ক্রিয়া সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে না,তাকে অসমাপিকা ক্রিয়া বলে।অসমাপিকা ক্রিয়াকে ইংরেজিতে Non-Finite Verb বলে।যেমন: করিম স্কুলে গিয়ে.....এখানে গিয়ে হলো অসমাপিকা ক্রিয়া।
২. সমাপিকা ক্রিয়া কী? কত প্রকার ও কি কি? উদাহরণসহ লেখো।
উত্তর:
সমাপিকা ক্রিয়া:
যে ক্রিয়া সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তাকে সমাপিকা ক্রিয়া বলে।সমাপিকা ক্রিয়াকে ইংরেজিতে Finite Verb বলে।যেমন: করিম স্কুলে যায়।
*সমাপিকা ক্রিয়ার প্রকারভেদ :
সমাপিকা ক্রিয়া পাঁচ প্রকার।যথা:
১. সকর্মক ক্রিয়া
২. অকর্মক ক্রিয়া
৩. দ্বিকর্মক ক্রিয়া
৪.প্রযোজক ক্রিয়া
৫. যৌগিক ক্রিয়।
১. সকর্মক ক্রিয়া :
যে ক্রিয়ার কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে।কর্ম আছে কি নাকি নেই? সেটা বুঝব ক্রিয়াকে 'কি' বা 'কাকে'- দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে বুঝব কর্ম আছে।যেমন: রহিম বই পড়ে।
২. অকর্মক ক্রিয়া:
যে ক্রিয়ার কর্ম নেই,তাকে অকর্মক ক্রিয়া বলে।যেমন: সে হাঁসে।
৩. দ্বিকর্মক ক্রিয়া :
যে ক্রিয়ার দুটি কর্ম থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে।যেমন: সে আমাকে একটি গোলাপ দিল।
এখানে আমাকে ও গোলাপ দুটো কর্ম।
৪.প্রযোজক ক্রিয়া:
যে ক্রিয়া দ্বারা অন্যকে দিয়ে কাজ করানো বুঝায়, তাকে প্রযোজক ক্রিয়া বলে।যেমন:
মা শিশুকে চাঁদ দেখায়।
৫. যৌগিক ক্রিয়া:
কোন বাক্যে যদি সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া একসঙ্গে থাকে, তাকে যৌগিক ক্রিয়া বলে।যেমন: আমাকে ট্রেন ধরতে হবে।এখানে ধরতে অসমাপিকা ক্রিয়া ও হবে সমাপিকা ক্রিয়া।একসঙ্গে হয়ে হলো যৌগিক ক্রিয়া।
খ) উত্তরঃ
ⅰ) আমাদের যাত্রা সমুদ্র অভিমুখে।
উত্তর:
ii) হে বন্ধু, বিদায়।
উত্তর: আবেগ শব্দ
iii) দুঃখ বিনা সুখ লাভ হয় না।
উত্তর: অনুসর্গ
iv) এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল।
উত্তর: বিশেষ্য
v) ডাক্তার এসে দেখল যে রোগী মারা গেছে।
উত্তর: সংযোগজ্ঞাপক সর্বনাম
vi) গরিবকে সাহায্য করা উচিত।
উত্তর: বিশেষ্য
vii) অপরকে একটুখানি সুখ দাও।
উত্তর: বিশেষণ
viii) বাড়িটি খাঁখাঁ করছে।
উত্তর: ক্রিয়াবিশেষণ
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) ব্যাকরণিক শব্দশ্রেণি কাকে বলে? ব্যাকরণিক শব্দ কত প্রকার ও কী কী? সংজ্ঞা ও উদাহরণসহ লেখো।
অথবা,
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:
সুরঞ্জনা, ওইখানে যেও নাকো তুমি।
বলো নাকো কথা ওই যুবকের সাথে। কী কথা তাহার সাথে তার সাথে?
আকাশের আড়ালে। আকাশ।
মৃত্তিকার মতো তুমি আজ।
(ক) বিশেষ্য পদ কাকে বলে? বিশেষ্য পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা,
(খ) নিম্নরেখ যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ কর:
(i) বাঃ! চমৎকার একটা দৃশ্য দেখলাম।
(ii) আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়।
(iii) সে নিজে অঙ্কটা করেছে।
(iv) তুমি আর আমি প্রতিদিন কলেজে যাই।
(v) ছেলেটা জোরে চিৎকার করে উঠল।
(vi) নীল আকাশের নিচে বসে আছি।
(vii) আগামীকাল তুমি একবার এসো।
(viii) ময়না পাখি কথা বলতে পারে।
(ক) বিশেষ্য বলতে কী বোঝ? বিশেষ্য পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা,
(খ) নিম্নরেখ যেকোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি- নির্দেশ কর:
রাত এগারোটায় আমরা স্টেশনে আসলাম। জাহাজ ঘাটেই ছিলো, উঠে পড়লাম। জাহাজ না ছাড়া পর্যন্ত সহকর্মীরা অপেক্ষা করলো। রাত একটার সময় সকলের কাছ থেকে বিদায় নিলাম।
বললাম, "জীবনে আর দেখা নাও হতে পারে। সকলে যেন আমাকে ক্ষমা করে দেয়। দুঃখ আমার নাই। একদিন মরতেই হবে, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে।"
(ক) উদাহরণসহ ক্রিয়াপদের শ্রেণিবিভাগ আলোচনা কর।
অথবা,
(খ) নিম্নরেখ যে-কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর।
(i) অনেকেই ভাতের বদলে রুটি খায়।
(ii) অধিক ভোজন অনুচিত।
(iii) আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর।
(iv) যথা ধর্ম, তথা জয়।
(v) সবাই রাঙামাটি যেতে চাইছে।
(vi) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
(vii) কাজটা ভালোভাবে সম্পন্ন হয়েছে।
(viii) হে বন্ধু, বিদায়।