প্রাণিজগতের ভিন্নতা, শ্রণিবিন্যাসের ভিত্তি ও নীতি এবং এর প্রয়োজনীয়তা
প্রাণিজগতের মুখ্য পর্বের অন্তর্ভুক্ত হলো
৮ টি নন কর্ডাটা পর্ব
১টি কর্ডাটা পর্ব
ন্যূনতম ৫ হাজার প্রজাতি
নিচের কোনটি সঠিক?
প্রাণিজগতের মোট 33 টি পর্বের মধ্যে নয়টি হলো মুখ্য পর্ব এবং বাকিগুলো গৌণ পর্বের অন্তর্গত।
১. মুখ্য পর্ব (Major Phyla): পাঁচ হাজারের বেশি প্রজাতি সংখ্যা বিশিষ্ট কিছু পর্বের প্রাণীদের বাস্তুতান্ত্রিক অংশগ্রহণ ও আন্তঃপ্রজাতিক সম্পর্ক অত্যন্ত জোরালো। এরকম বৈশিষ্ট্য সম্পন্ন ৮টি অমেরুদণ্ডী ও ১টি মেরুদণ্ডী পর্ব মুখ্য পর্ব নামে পরিচিত।
উদাহরণ:-পরিফেরা,নিডারিয়া ইত্যাদি।
২. গৌণ পর্ব (Minor Phyla): কিছু পর্বের অন্তর্ভুক্ত প্রজাতি সংখ্যা খুব কম হওয়ায় বাস্তুতন্ত্রে তাদের অংশগ্রহণ ও আন্তঃপ্রজাতিক সম্পর্ক খুবই দুর্বল। এরা গৌণ পর্ব নামে পরিচিত। যেমন: Placozoa, Ctenophora সহ আরো ২৪টি পর্ব।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই