টিস্যুকালচার প্রযুক্তি
বেসাল মাধ্যমে থাকে–
হরমোন
ভিটামিন
এনজাইম
নিচের কোনটি সঠিক?
উদ্ভিদের পুষ্টি ও বৃদ্ধির জন্য যে সমস্ত রাসায়নিক উপাদান প্রয়োজন হয় তার সমন্বয়ে বেসাল মিডিয়াম প্রস্তুত করা হয়। বিভিন্ন ধরনের মুখ্য ও গৌণ উপাদান (macro and micro elements), ভিটামিন, সুকরোজ (২-৪%), ফাইটোহরমোন প্রভৃতি এ মিডিয়ামে থাকা প্রয়োজন। মাধ্যমকে ঘন করতে জমাট বাঁধার উপাদান, যেমন- অ্যাগার, সঠিক মাত্রায় মেশাতে হয় । মৌলিক উপাদান সমৃদ্ধ আবাদ মাধ্যমকে ব্যাসাল মিডিয়াম বলে। মিডিয়ামের pH ৫.৫-৫.৮ এর মধ্যে রাখা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

টিস্যু কালচারের জনক কে?
বীজ স্বল্পতা এবং বাঁশ গাছের কাণ্ডে মুকুলের অপর্যাপ্ততার কারণে জনাব রফিকুল বাঁশ গাছের কান্ড থেকে বীজের অভাব এবং অপর্যাপ্ত কুঁড়ির কারণে বাণিজ্যিকভাবে বাঁশের চারা উৎপাদন করতে পারে না। একজন উদ্ভিদ বিজ্ঞানীর পরামর্শ অনুযায়ী তিনি বাঁশের বীজ ও কুড়ি ছাড়াই বিশেষ প্রযুক্তি অনুসরণ করে বাঁশের চারা উৎপাদন শুরু করেন।
রিনির বাগানে একটি দুর্লভ প্রজাতির গাছ আছে যার অস্তিত্ব একটি এককোষী, প্রাককেন্দ্রিক জীব - এর আক্রমণে হুমকীর সম্মুখীন। তাই রিনি গবেষণাগারে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে উক্ত গাছ থেকে অসংখ্য চারা তৈরি করল।