তরঙ্গ বেগ, তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্ক
শব্দ যখন বায়ু থেকে পানিতে প্রবেশ করে তখন পরিবর্তন হয় -
বেগ
তরঙ্গদৈর্ঘ্য
কম্পাঙ্ক
[MCQ: Ishaq-1st, JB-15, DI.B-15]
কোনো একটি মাধ্যমে বিভিন্ন শব্দের তরঙ্গদৈর্ঘ্য বিভিন্ন। একই শব্দের তরঙ্গদৈর্ঘ্য বিভিন্ন মাধ্যমেও বিভিন্ন।
তরঙ্গ বেগ (Wave velocity) : কোনো একটি তরঙ্গ কোনো মাধ্যমে এক সেকেন্ডে যে দূরত্ব আতক্রম করে তাকে সেই মাধ্যমের তরঙ্গ বেগ বলে। একে ০ দ্বারা সূচিত করা হয়।
মাধ্যম ভেদে একই শব্দের বেগ বিভিন্ন। কিন্তু বিভিন্ন শব্দের বেগ একই মাধ্যমে সমান।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
২ প্রান্তে আবদ্ধ একটি তারের দৈর্ঘ্য ২০ সেমি । তারটিতে সৃষ্ট স্থির তরঙ্গের সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য কত হবে?
একটি শব্দতরঙ্গের সরণ-সময় লেখচিত্র নিম্নরূপ-

একটি স্থির তরঙ্গের চিত্র নিম্নরুপ-

P ও Q এর মধ্যবর্তী দূরত্ব 75cm হলে 5 সেকেন্ডে স্থির তরঙ্গ সৃষ্টিকারী তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব?
একটি গিটারের তিনটি সদৃশ এবং সমদৈর্ঘ্যের তার A, B, C-কে যথাক্রমে 100 N, 200 N ও 250 N মানের বল দ্বারা টানা আছে। A তারটি 50 Hz কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করে। রিপন অবাক হয়ে লক্ষ করল B ও C একত্রে কম্পিত করলে বীট শোনা যাচ্ছে কিন্তু A C তারকে একত্রে কম্পিত করলে বীট শোনা যাচ্ছে না।