প্রাণিজগতের ভিন্নতা, শ্রণিবিন্যাসের ভিত্তি ও নীতি এবং এর প্রয়োজনীয়তা
শ্রেণিবিন্যাসের মাধ্যমে–
i. প্রাণী সম্পর্কে বিজ্ঞান সম্মত জ্ঞান লাভ করা যায়
ii. সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রাণীকে শনাক্ত করা যায়
iii. প্রাণী বিলুপ্তি সম্পর্কে আগাম ধারণা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
শ্রেণীবিন্যাস একটি সুসংঘবদ্ধ বিজ্ঞান। এর তাত্ত্বিক ও ফলিত প্রয়োজনীয়তা রয়েছে। শ্রেণীবিন্যাস এর মাধ্যমে কোন প্রাণীগোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাণী সম্পর্কে জ্ঞান লাভ করলে, ওই গোষ্ঠীর অন্যান্য প্রাণীর সম্বন্ধে ধারণা জন্মে। নতুন প্রজাতি সনাক্ত করতে এবং প্রাণী বিলুপ্তির আগাম ধারণা লাভে শ্রেণীবিন্যাস সহায়তা করে। কম পরিশ্রম ও অল্প সময়ের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রাণীদের সনাক্তকরণ করা যায় শ্রেণীবিন্যাসের সাহায্যে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ স্তরের নিচের স্তরটি–
i. প্রাণীদেহের অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য এর ভিত্তিতে করা হয়
ii. এক বা একাধিক রাজ্যের প্রাণীদের নিয়ে গঠিত
iii. অভিযোজনিক বিচ্ছুরণ ও অভিব্যক্তি দ্বারা অনুযায়ী বিভাজিত হয়
নিচের কোনটি সঠিক?
নটোকর্ড থাকে না-
ঘাসফড়িং
মশা
কেঁচো
নিচের কোনটি সঠিক?
প্রাণিজগতের মুখ্য পর্বের অন্তর্ভুক্ত হলো
৮ টি নন কর্ডাটা পর্ব
১টি কর্ডাটা পর্ব
ন্যূনতম ৫ হাজার প্রজাতি
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি লক্ষ কর-
ছক-১ | ছক-২ |
প্রাণী: রুই মাছ গোলকৃমি ও ফিতাকৃমি | ছক-১ এ বিদ্যমান প্রাণীদের দেহগহ্বরের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীভুক্ত করা যায়। |