১.৫- মেজারিং সিলিন্ডার বুরেট, ফ্লাক্স,পিপেট
সূক্ষ্মভাবে স্বল্প আয়তন তরল পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়?
ব্যুরেট হলো দাগাঙ্কিত সমান ব্যাসবিশিষ্ট মোটা কাচের নল দ্বারা তৈরি একটি যন্ত্র । নলটির একমুখ খোলা। নিচের মুখ খুব সরু। সরু মুখে স্টপ-কক লাগানো থাকে । স্টপ-কক দ্বারা ব্যুরেট থেকে দ্রবণের পতন নিয়ন্ত্রণ করা হয়। ব্যুরেট সাধারণত 50 cm আয়তনের হয়ে থাকে। ব্যুরেটের গায়ে দাগাঙ্কিত করে 50টি ভাগে ভাগ করা থাকে। প্রতি ভাগের আয়তন 1 cm। প্রতি 1 cm ভাগকে আবার 10 টি ভাগে ভাগ করা থাকে। তাই একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন 0.1 cm or 0.1ml or 0.1 cc হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ওয়াশ বোতলের 15 cm লম্বা কাচনলের মাঝখানে কত ডিগ্রি কোণে বাঁকানো হয়?
পিপেটের স্কেল কোন এককে দাগাঙ্কিত থাকে?

[X ও Y এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে ১১ ও ১৯]
একজন শিক্ষার্থী ল্যাবরেটরিতে টাইট্রেশন কাজের জন্য পিপেটের সাহায্যে মুখ দিয়ে HCl দ্রবণ টানার সময় মুখের মধ্যে কিছু দ্রবণ প্রবেশ করলে তা খেয়ে ফেলে।
পিপেটের সাহায্যে দ্রবণ নেয়ার ক্ষেত্রে বিকল্প কী ব্যবহার করতে পারতো?