৬ বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
(ক) বাক্য কাকে বলে? গঠনগতভাবে বাক্যের শ্রেণিবিভাগ উদাহরণসহ আলোচনা কর।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখ:
i) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
ii) মাদকাশক্তি ভাল নয়।
iii) তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।
iv) নদীর জলে অন্তমান সূর্যের ছায়া পড়েছে।
v) ষড়ঙ্কতুর সমারোহের দেশ বাংলাদেশ।
vi) জাতীয় প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন।
vii) তিনি আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছেন।
viii) সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
(ক) উত্তরঃ
বাক্য: বাক্যের সংজ্ঞা দিতে গিয়ে মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী বলেন- "যে সুবিন্যস্ত পদসমষ্টি দিয়ে কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে।" গঠন অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ: গঠন অনুসারে বাক্য তিন প্রকার।
যথা- ১. সরল বাক্য, ২. জটিল বাক্য ও ৩. যৌগিক বাক্য।
১. সরল বাক্য: যে বাক্যের একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে তাকেই সরল বাক্য বলে। যেমন- কালাম রহিমকে ভালোবাসে। এখানে 'কালাম' উদ্দেশ্য ও 'ভালোবাসে' বিধেয়।
২ . জটিল বা মিশ্রবাক্য: যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক নির্ভরশীল বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে জটিল বাক্য বলে। যেমন- আমি যে তোমার অদর্শনে কত যন্ত্রণা ভোগ করেছি তা তুমি একবারও ভাবনি।
৩ . যৌগিক বাক্য: পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয়ের সাহায্যে মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যেমন- হাসান মেধাবী ছাত্র কিন্তু চঞ্চল।
(খ)
উত্তরঃi) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
উত্তর:উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
ii) মাদকাশক্তি ভাল নয়।
উত্তর: মাদকাসক্তি ভালো নয়।
iii) তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।
উত্তর : তার সহোদার ডাক্তার বা তার বৈমাত্রেয় ভাই ডাক্তার ।
iv) নদীর জলে অন্তমান সূর্যের ছায়া পড়েছে।
উত্তর: নদীর জলে অস্তায়মান সূর্যের ছায়া পড়েছে।
v) ষড়ঙ্কতুর সমারোহের দেশ বাংলাদেশ।
উত্তর: ষড়ঋতুর দেশ বাংলাদেশ।
vi) জাতীয় প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন।
উত্তর: জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন।
vii) তিনি আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছেন।
উত্তরধ: তিনি আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।
viii) সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম।
উত্তর: সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:-
(i) দুর্বলবশত তিনি আসতে পারেননি।
(ii) পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
(iii) সভায় অনেক ছাত্রগণ এসেছিল।
(iv) বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
(v) বিরাট গরু-ছাগলের হাট।
(vi) দৈন্যতা সবসময় ভালো নয়।
(vii) এটা হচ্ছো ষষঠদশ বার্ষিক সাধারণ সভা।
(viii) চোখে হলুদফুল দেখছি।
অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ কর:-
নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকের গান শোনায়। অনুভূতির কান দ্বারা সে গান শুনিতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্ম্মের মানেও তাই।
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) এ মামলায় আমি সাক্ষী দেব না।
ii) কীর্তিবাস বাংলা রামায়ন লিখেছেন।
iii) তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।
iv) মহারাজা সভাগৃহে প্রবেশ করলেন।
v) ঢেঁকি বেহেস্তে গেলেও ধান ভানে।
vi) শুধুমাত্র তুমি গেলেই হবে।
vii) ছেলেটি ভয়ানক মেধাবী।
viii) বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
এমন লজ্জাস্কর ব্যাপার কখনো দেখি নাই। ছেলেটি বংশের মাথায় চুনকালি দিয়েছে। ওর বাবা-মায়ের আর বাঁচার স্বাদ নেই। তারা খুবই অপমান হয়েছেন। সবাই ওকে সচ্চরিত্রবান মনে করত।
(ক) বাক্য কাকে বলে? একটি আদর্শ বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণসহ আলোচনা কর।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখ:
ⅰ) আবশ্যক ব্যয়ে কার্পণ্যতা অনুচিত।
ii) তাহারা মাঠে খেলা করছে।
iii) বাংলাদেশ একটি উন্নতশীল রাষ্ট্র।
iv) বিরাট গরু-ছাগলের হাট।
v) প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে।
vi) বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
vii) গাছে কাঁঠাল মাথায় তেল।
viii) সে সভায় উপস্থিত ছিলেন।
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) বিধি লঙ্ঘন হয়েছে।
ii) এখানে প্রবেশ নিষেধ।
iii) সবিনয় বিনীত নিবেদন।
iv) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।
v) আপনি স্বপরিবার আমন্ত্রিত।
vi) তার বয়সের কাঠ-পাথর নাই।
vii) কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন।
viii) তৎকালীন সময়ে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
পিতার আকস্মিক মৃত্যুর পর রহমত চোখে হলুদ ফুল দেখছে। এর কারণ পারিবারিক দৈন্যা। কিন্তু বিপদে ধৈর্যহারা না হয়ে এই অবস্থা থেকে উত্তরণের জন্য সে যথাসাধ্য চেষ্টা করছে। পরিবারের সকল সদস্যরা এ ব্যাপারে তাকে সহযোগিতা করছে।