সাম্যবাদী
জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি একই পৃথিবীর স্তন্যে-লালিত একই রবি-শশী মোদের সাথী।
উদ্দীপকের সাথে নিচের কোন চরণটির মিল আছে? i. এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই ii. মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান iii. নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের সাথে iii. নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি চরণটির সবচেয়ে বেশি মিল আছে। উদ্দীপকটি মানুষকে এক ও অভিন্ন জাতি হিসেবে দেখায় এবং তাদের মধ্যেকার কোনো ভেদাভেদকে অস্বীকার করে, যা 'iii' নম্বর চরণের মূল ভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
‘সাম্যবাদী কবিতায় 'জেন্দা' একটি-
আমার এ গানে পুনঃ সকল বন্ধন যেন ছিঁড়ে উড়ে বিশ্ব ছেড়ে যায় বিরাট মানবজাতি মিলে পুনরায়।
উক্ত দিকের সাথে সাদৃশ্যপূর্ণ চরণ-
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' উক্তিটি কার?
একসাথে আছি একসাথে বাঁচি
আজও একসাথে থাকবই
সব বিভেদের রেখা মুছে দিয়ে
সাম্যের ছবি আঁকবই।
উদ্দীপকে 'সাম্যবাদী' কবিতার কোন দিক ফুটে উঠেছে?